ফুঁসছে ঘূর্ণাবর্ত! রাত পোহালেই ফের বৃষ্টি দক্ষিণবঙ্গে? আবহাওয়ার আগাম খবর

বাংলা হান্ট ডেস্ক: দানার ফাঁড়া কেটেছে সবে কিছুদিন হল। এরই মধ্যে ফের বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরির সম্ভাবনা। সাগরে রয়েছে ঘূর্ণাবর্ত। তবে নিম্নচাপ তৈরি হলেও তার কতটা প্রভাব এ রাজ্যে পড়বে তা নিয়ে স্পষ্ট কিছু এখনও জানা যায়নি। এদিকে উত্তুরে হাওয়ার প্রবেশ নিয়েও বড় আপডেট দিয়েছে আবহাওয়া দপ্তর (Weather Update)।

হাওয়া অফিস জানিয়েছে, ১৫ই নভেম্বরের দিক থেকে উত্তুরে হাওয়া বইতে শুরু করবে রাজ্যে। অর্থাৎ নভেম্বরের মাঝামাঝিতেই নামবে তাপমাত্রা। সবকিছু ঠিকঠাক থাকলে ১৫ নভেম্বরের পর থেকে বিপরীত ঘূর্ণাবর্তের প্রভাবে রাজ্যে উত্তুরে হাওয়া ঢুকবে। জমিয়ে পড়বে শীতের আমেজ। নভেম্বরের মাঝামাঝি সময় থেকেই রাজ্যে শীত পড়ার সম্ভাবনা।

শনিবার পর্যন্ত আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গের (South Bengal Weather) কোনো জেলাতেই। রবিবার বৃষ্টি হতে পারে। পরশু বর্ষণের সম্ভাবনা রয়েছে মূলত উপকূলের ৩ জেলায়। জগদ্ধাত্রী পুজোর নবমীর দিন হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গে। ১০ তারিখ পূর্ব মেদিনীপুর, দুই চব্বিশ পরগনায় বৃষ্টি হতে পারে। তবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। ভারী বৃষ্টি হবে না কোথাও।

আপাতত এছাড়া দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে শুষ্ক থাকবে আবহাওয়া। কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই। আপাতত কয়েকদিন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রার উল্লেখযোগ্য পরিবর্তনের সম্ভাবনা নেই। আরও ৪-৫ দিন একই রকম থাকবে তাপমাত্রা। তারপর থেকে নামতে পারে পারদ। আগামীকাল কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩০-৩১ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন ২৪ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে।

south bengal weather

আরও পড়ুন: কেন্দ্রের আবাসের টাকা নয়ছয়ের অভিযোগ সত্যি, অবশেষে হাইকোর্টে মেনে নিল রাজ্য সরকার

আগামীকালও বৃষ্টি হবে না উত্তরবঙ্গের (North Bengal Weather) জেলাগুলিতে। দার্জিলিং ও কালিম্পং সহ উত্তরবঙ্গের বেশ কিছু জেলায় রবিবার হাল্কা বৃষ্টি হতে পারে। আগামী সপ্তাহেও বর্ষণের পূর্বাভাস রয়েছে। সোম ও মঙ্গলবার শুধুমাত্র দার্জিলিং ও কালিম্পং জেলাতে বৃষ্টির হতে পারে।

ad

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর