২০ ডিগ্রির নিচে নামবে দক্ষিণবঙ্গের তাপমাত্রা! রবিতে হবে বৃষ্টিও, আবহাওয়ার আগাম খবর

Published On:

বাংলা হান্ট ডেস্ক: এই শীত এল বলে। সকালে হালকা শিরশিরানি, টান ধরছে ত্বকে। খবর ছিল, সব ঠিকঠাক থাকলে ১৫ই নভেম্বরের দিক থেকে উত্তুরে হাওয়া বইতে শুরু করবে রাজ্যে। নভেম্বরের মাঝ বরাবর তাপমাত্রার পারদ নামবে দক্ষিণবঙ্গে (South Bengal Weather)। তবে এরই মাঝে ফের একবার বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দপ্তর।

আবহাওয়া দপ্তর জানাচ্ছে, দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তালিকায় দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুর। তবে ভারী বৃষ্টি হবে না। বিক্ষিপ্ত হালকা বৃষ্টির সম্ভাবনা। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলির আবহাওয়ার পরিস্থিতি মোটামুটি শুকনো থাকবে। তবে আপাতত ৪-৫ দিন সর্বনিম্ন তাপমাত্রার খুব একটা হেরফের হবে না।

আবহাওয়া দপ্তর জানাচ্ছে, আগামীকাল রবিবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে উপকূলের ৩ জেলায়। ১০ তারিখ হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে পূর্ব মেদিনীপুর, দুই চব্বিশ পরগনায়। আপাতত তিলোত্তমা মহানগরীতে (Kolkata) আবহাওয়াতেও তেমন কোনও পরিবর্তন হবে না। বৃষ্টিরও সম্ভাবনা নেই শহরে।

আরও পড়ুন: দ্রুত বিচার পাবেন আরজি করের নির্যাতিতা! এবার যা পদক্ষেপ নেওয়া হল…শোরগোল রাজ্যে

হাওয়া অফিসের আপডেট অনুযায়ী, ১৫ নভেম্বরের পর থেকে বিপরীত ঘূর্ণাবর্তের প্রভাবে রাজ্যে উত্তুরে হাওয়া ঢুকবে। রাজ্যে আবহাওয়া বদলের সম্ভাবনা। নভেম্বরের মাঝামাঝি সময়ে দক্ষিণবঙ্গের সর্বনিম্ন তাপমাত্রা কুড়ি ডিগ্রি সেলসিয়াসের নিচে নামতে পারে বলে পূর্বাভাস। এদিকে সাগরে রয়েছে ঘূর্ণাবর্ত। ফের একবার বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হতে পারে। তবে এর প্রভাব এ রাজ্যে পড়বে না বলেই খবর।

south bengal weather

আরও পড়ুন: ‘কেউ কেউ আছে..,’ চাপ বাড়ছে কেষ্টর? এবার বড় ‘অভিযোগ’ উঠে এল তৃণমূল তরফেই!

উত্তরবঙ্গের (North Bengal Weather) বেশ কয়েক জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী তিন দিন বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং ও কালিম্পং সহ উত্তরবঙ্গের বেশ কিছু জেলায়। রবিবারও হাল্কা বৃষ্টি হতে পারে। আগামী সপ্তাহ থেকে তাপমাত্রা নামার পূর্বাভাস।

Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর

X