বাংলা হান্ট ডেস্ক: একটু পারদ নামতে না নামতেই শীতের পথে ফের বাধা নিম্নচাপ। দক্ষিণবঙ্গে (South Bengal Weather) আবারও বৃষ্টির (Rainfall) পূর্বাভাস জারি করল আবহাওয়া দপ্তর। অর্থাৎ শীতের আমেজ মাটি। আজ থেকেই দক্ষিণবঙ্গে শুরু হয়ে যাবে বৃষ্টি। ভিজবে একের পর এক জেলা।
হাওয়া অফিস জানাচ্ছে, নতুন সপ্তাহেই শীতের পথে বাধা হবে পশ্চিমী ঝঞ্ঝা। সোমবার থেকে তাপমাত্রা বাড়ার সম্ভাবনা। আগামী কয়েকদিন তাপমাত্রা বাড়বে দক্ষিণবঙ্গের সব জেলাতেই। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, রবি ও সোম দুদিন দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মঙ্গলবারও হালকা বৃষ্টি হতে পারে। এরপর বুধবার থেকে আবহাওয়ার বদল। সেই সময় পারদ পতনের পূর্বাভাস।
সাগরে নিম্নচাপের জেরে দু’দিন মূলত পশ্চিমি জেলাগুলোতে বৃষ্টির পূর্বাভাস। ভিজবে পশ্চিম মেদিনীপুর, পূর্ব ও পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া এবং ঝাড়গ্রাম। সোমবার ভিজতে পারে দক্ষিণবঙ্গের পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, দুই বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদের কিছু অংশ। কোথাও ভারী বৃষ্টি হবে না। হাল্কা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আরও পড়ুন: ১০০০ অতীত, এবার মিলবে ১৮০০ টাকা! নববর্ষের আগেই বিরাট ঘোষণা মমতার
আজ থেকে তাপমাত্রা উর্দ্ধমুখী হওয়ার সম্ভাবনা। বিগত কয়েকদিনে বেশ কিছুটা তাপমাত্রা নেমেছে দক্ষিণবঙ্গে। গতকাল দক্ষিণবঙ্গের একাধিক জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রির কাছাকাছি। সেই আমেজে কিছুটা ভাটা পড়লেও আবহাওয়া দপ্তর জানাচ্ছে, ১৫ ডিসেম্বর পর থেকে বাংলায় একেবারে জাঁকিয়ে শীত পড়ার সম্ভাবনা বঙ্গে।
আরও পড়ুন: ‘অতিরিক্ত টাকা দিতে..,’ হেরে গেল রাজ্য সরকার! সরকারি কর্মীর করা মামলায় বিরাট রায় হাইকোর্টের
উত্তরবঙ্গেও (North Bengal Weather) রয়েছে বৃষ্টির পূর্বাভাস। উত্তরের দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এবং কোচবিহারে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে সোমবার ও মঙ্গলবার। পাশাপাশি আগামীকাল দার্জিলিংয়ে তুষারপাতের সম্ভাবনা রয়েছে। কুয়াশার দাপটও লক্ষ্য করা যাবে উত্তরের জেলাগুলিতে।