বাংলা হান্ট ডেস্ক: ধীরে ধীরে আবহাওয়ার বদল। তবে দক্ষিণবঙ্গে (South Bengal Weather) শীত আসতে এখনও কিছুটা দেরি। আবহাওয়া দপ্তর জানিয়েছে, আপাতত টানা সাত দিন বৃষ্টির সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গের কোনো জেলাতেই। তবে উত্তরবঙ্গে হবে বৃষ্টি। এদিকে হালকা তাপমাত্রা নামারও পূর্বাভাস রয়েছে। সবমিলিয়ে আগামী সপ্তাহে কেমন থাকবে আবহাওয়া? রইল আগাম পূর্বাভাস।
আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আগামী শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের কোনও জেলাতেই বৃষ্টির সম্ভাবনা নেই। আবহাওয়া মূলত শুষ্ক থাকবে। বৃষ্টি হবে না কলকাতাতেও। সোমবার থেকে কলকাতার (Kolkata) আকাশ পরিষ্কার থাকবে। তিলোত্তমার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩১ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৩ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।
আগামী সপ্তাহেই তাপমাত্রা কমতে শুরু করবে। আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, বুধবার পর্যন্ত রাজ্যের জেলাগুলির সর্বনিম্ন তাপমাত্রার হেরফের হবে না। তারপর পড়বে তাপমাত্রার পারদ। বৃহস্পতিবার থেকে দু’দিনে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে রাতের তাপমাত্রা ২-৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমার সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া দপ্তর জানাচ্ছে, ১৫ই নভেম্বরের দিক থেকে উত্তুরে হাওয়া বইতে শুরু করবে রাজ্যে। নভেম্বরের মাঝামাঝিতে রাজ্যে হাওয়া বদল হবে। বাতাসে আর্দ্রতা কমবে। শিরশিরানি হবে। তবে জাঁকিয়ে শীত কবে পড়ছে সেই বিষয়ে এখনও আভাস দেয়নি আহাওয়া অফিস। উত্তরবঙ্গের জেলাগুলিতেও আগামী সপ্তাহ থেকে তাপমাত্রা কমার সম্ভাবনা।
আরও পড়ুন: অবসর নিলেন ডিওয়াই চন্দ্রচূড়, জানেন ভারতের প্রধান বিচারপতির বেতন কত? কত টাকা পেনশন?
দক্ষিণবঙ্গে (South Bengal Weather) বৃষ্টির পূর্বাভাস না থাকলেও সোমবার থেকে উত্তরবঙ্গে বৃষ্টি কমার সম্ভাবনা। রবিবার উত্তরবঙ্গের (North Bengal Weather) দার্জিলিং, কালিম্পং-সহ উত্তরে এলাকায় আজ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী তিন দিন বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই জেলাগুলিতে। বাকি আপাতত শুকনো থাকবে আবহাওয়া। আগামী সাত দিনে তাপমাত্রা ২-৪ ডিগ্রি পর্যন্ত নামতে পারে।