বাংলা হান্ট ডেস্ক: সেভাবে ছোবল মারতে পাইনি ঘূর্ণিঝড় ডানা (Cyclone Dana)। তবে কলকাতা (Kolkata) সহ দক্ষিণবঙ্গের (South Bengal Weather) বেশ কিছু জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হয়েছে। ঝড়ের কোনও প্রভাব ছিল না। যদিও আবহাওয়া দপ্তর জানাচ্ছে, ডানার প্রভাবে আগামী কয়েকদিন বৃষ্টির সিলসিলা জারি থাকবে রাজ্যে। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস এমনটাই।
টানা বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গে (South Bengal Weather)
আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আজও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায়। শুক্রবার ঝাড়গ্রাম ও দুই মেদিনীপুরে ভারী বৃষ্টি হতে পারে। সতর্কতা জারি রয়েছে। এছাড়াও দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা। তবে কোথাও কোনো সতর্কতা নেই।
এরপর শনিবার ২৭ তারিখ দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই বৃষ্টিপাতের সম্ভাবনা। হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে কোথাও ভারী বৃষ্টি হবে না। রবিবারও একই রকম থাকবে পরিস্থিতি। আবহাওয়া দপ্তর জানাচ্ছে ৩১ তারিখ পর্যন্ত দক্ষিণবঙ্গের (South Bengal Weather) কয়েকটি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। অর্থাৎ কালীপুজোতেও পিছু ছাড়বে না বৃষ্টি।
আজ কলকাতা ও সংলগ্ন এলাকার আকাশ মেঘলা থাকার সম্ভাবনা। শহরে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে ভারী বৃষ্টি হবে না। হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। এদিকে দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও বৃষ্টির সম্ভাবনা। তবে সব জেলায় বৃষ্টি হবে না। কয়েকটি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে।
আরও পড়ুন: ৪টের পরেই পাল্টে যাবে আবহাওয়া? কখন, কটায় ‘দুর্বল’ হবে দানা? বড় আপডেট দিল হাওয়া অফিস
উত্তরের আবহাওয়া: আজ উত্তরবঙ্গের পাঁচটি জেলাতে বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা। হালকা থেকে মাঝারি ভিজবে। ওদিকে দুই দিনাজপুর এবং মালদাতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস। এরপর রবিবারও একই রকম থাকবে আবহাওয়া। সোমবার উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। ৩১ তারিখ পর্যন্ত দক্ষিণবঙ্গের উত্তরবঙ্গেও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা।