ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘মিগজাউম’! চলবে টানা ঝড়-বৃষ্টি: এক নজরে আজকের আবহাওয়া

Published On:

বাংলা হান্ট ডেস্ক: শীতের পথে কাঁটা ঘূর্ণিঝড় (Cyclone)। আপাতত তামিলনাড়ু ও দক্ষিণ অন্ধ্রপ্রদেশের দিকে এগোচ্ছে ঘূর্ণিঝড় মিগজিউম। আন্দামান সাগরে ইতিমধ্যেই শক্তি বাড়িয়েছে নিম্নচাপ। প্রাথমিকভাবে এই নিম্নচাপের অভিমুখ পশ্চিম ও উত্তর পশ্চিম দিক।‌ তবে শক্তি বাড়িয়ে পরে গতি পরিবর্তন করতে পারে। তবে এই ঘূর্ণিঝড় কোন পথে বা কোথায় ল্যান্ডফল করবে সে বিষয়ে এখনও পাকাপাকি কোনও আপডেট মেলেনি।

ঘূর্ণিঝড়ের প্রভাব পড়বে বাংলায়?

আবহাওয়া দপ্তর সূত্রে জানা যাচ্ছে বাংলায় এই ঘূর্ণিঝড়ের প্রভাব সেভাবে পড়বে না। তবে শীতের আগমনে বাধা করে দিল নিম্নচাপ। ডিসেম্বর মাসে যেখানে লেপ-কম্বল নামানোর সময় সেখানে শীত যেন নাগালেই আসছে না। কবে পড়বে জাঁকিয়ে ঠান্ডা? এই সপ্তাহে কেমন থাকবে রাজ্যের আবহাওয়া?

আরও পড়ুন: প্রাথমিক নিয়োগ মামলায় বিরাট নির্দেশ কলকাতা হাইকোর্টের! এবার কি করবে পর্ষদ?

বাড়বে তাপমাত্রা

আবহাওয়া দপ্তর সূত্রে খবর, ঘূর্ণিঝড়ের প্রভাবে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় আকাশ মেঘলা থাকতে চলছে। তবে আবহাওয়া দফতর জানাচ্ছে আপাতত ১০ই ডিসেম্বর পর্যন্ত শীতের আমেজ বঙ্গে জাঁকিয়ে বসার তেমন সম্ভাবনা নেই। তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে।

weather

তবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে বেশ কিছু জেলায়। কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলা গুলিতে রাতের তাপমাত্রা বাড়বে। কমবে দিনের তাপমাত্রা। পশ্চিমের জেলা গুলিতে তাপমাত্রা কিছুটা কম থাকবে।

উত্তরবঙ্গের আবহাওয়া

সপ্তাহের শেষে উত্তরবঙ্গের দার্জিলিং ও কালিম্পঙ এ সামান্য বৃষ্টির সম্ভাবনা। বাকি জেলার আবহাওয়া শুষ্ক থাকবে। তাপমাত্রার সেরম হেরফের হবে না। আগামী তিন চার দিন উত্তরবঙ্গে সমস্ত জেলায় তাপমাত্রা প্রায় একই রকম থাকবে।

Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর

X