বাংলাহান্ট ডেস্ক : যারা নতুন ড্রাইভিং লাইসেন্স (Driving Licence) করাতে চাইছেন তাদের জন্য বড় খবর। এবার থেকে আবেদনকারীর বাড়িতে পৌঁছে যাবে ড্রাইভিং লাইসেন্স। এই বিষয়ে পশ্চিমবঙ্গ সরকার চুক্তি করেছে গুরগাঁও ভিক্তিক একটি সংস্থার সাথে। এই সংস্থাটি প্রযুক্তি ভিত্তিক পরিবহন পরিষেবা দিয়ে থাকে। এই সংস্থাটি এটিএম কার্ডের আকারের ড্রাইভিং লাইসেন্স তৈরি করবে।
কিউআর কোড ও একটি চিপ সম্বলিত ড্রাইভিং লাইসেন্স ডাকবিভাগের দ্বারা পৌঁছে দেওয়া হবে আবেদনকারীর বাড়িতে। জানা গিয়েছে কোম্পানিটি ভবানীপুরের বেলতলায় মোটরগাড়ির অফিসে তাদের অস্থায়ী কাজকর্ম শুরু করবে আগামী ১লা জুন থেকে। আবেদনকারী চূড়ান্ত পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর এক সপ্তাহের মধ্যে পেয়ে যাবেন ড্রাইভিং লাইসেন্স।
এই পরিষেবার জন্য আবেদনকারীর কাছ থেকে ২০০ টাকা চার্জ নেওয়া হবে। স্পিড পোস্টের মাধ্যমে দ্রুত ড্রাইভিং লাইসেন্স আবেদনকারীর বাড়িতে পৌঁছে দেওয়ার জন্য রাজ্যের পরিবহন দপ্তর চুক্তি করেছে কেন্দ্রীয় ডাক বিভাগের সাথে। আগামী জুন মাস থেকেই শুরু হয়ে যাবে এই পরিষেবা। এবার আবেদনকারীর বাড়িতে ডাক সহযোগে পৌঁছে যাবে ড্রাইভিং লাইসেন্স।
এবার থেকে ড্রাইভিং লাইসেন্স সংগ্রহের জন্য স্থানীয় পরিবহন অফিসে আর যেতে হবে না। পরিবহন দপ্তরের এক কর্তা জানিয়েছেন, এটিএম কার্ড এর আকারের ড্রাইভিং লাইসেন্স এ থাকবে কিউআর কোড ও চিপ। এই চিপে মালিকের থাকবে নাম, ঠিকানা, বয়স, রক্তের গ্রুপ ইত্যাদির তথ্য। কার্ডে থাকা কিউআর কোড ও চিপ থেকে জানা যাবে যে ড্রাইভিং লাইসেন্সটি আসল কিনা।