কেউ ২০, কেউ ২৫! চাকরিহারা শিক্ষাকর্মীদের প্রতি মাসে অনুদান, বড় সিদ্ধান্ত মুখ্যমন্ত্রীর

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ এসএসসি ইস্যুতে (SSC Scam) জট খোলেনি এখনও। আগেই চাকরিহারা সকল শিক্ষাকর্মীদের মাসে-মাসে আর্থিক সাহায্যের কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata banerjee)। বুধবার রাজ্য মন্ত্রিসভার বৈঠক শেষে মমতা জানালেন এ ব্যাপারে শ্রম দফতরের অধীনে নতুন প্রকল্প গ্রহণ করা হয়েছে। সেই প্রকল্পের মাধ্যমেই চাকরি হারানো শিক্ষাকর্মীদের ‘অনুদান’ প্রদান করবে রাজ্য।

চাকরিহারা শিক্ষাকর্মীদের জন্য বড় সিদ্ধান্ত

গ্রুপ সি চাকরিহারাদের মাসিক ২৫ হাজার টাকা এবং গ্রুপ ডি-র চাকরিহারা শিক্ষাকর্মীদের ২০ হাজার টাকা ভাতা দেওয়া হবে জানিয়েছেন মমতা। ১ এপ্রিল থেকে তা কার্যকর হবে বলেও জানানো হয়েছে। ‘মানবিক কারণে’ চাকরিহারা শিক্ষাকর্মীদের জন্য আর্থিক সাহায্যের কথা ঘোষণা।

বলা হয়েছে, আদালতে যত দিন মামলা চলবে, তত দিন চাকরি হারানো শিক্ষাকর্মীদের সংসার চালানোর জন্য রাজ্য সরকার ‘অনুদান’ প্রদান করবে। এদিন মুখ্যমন্ত্রী বলেন, ”এখানে কিছু লোক আছে কথায় কথায় পিল খায় আর কিল মারে। চাকরি দেওয়ার মুরোদ নেই কিল মারার গোসাঁই!”

মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়েছেন, শ্রম দফতরের অধীনে ‘ওয়েস্টবেঙ্গল লাইভলিহুড অ্যান্ড সোশ্যাল সিকিউরিটি ইন্টারিম স্কিম’এই প্রকল্পের মাধ্যমেই চাকরিহারা গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মীদের আর্থিক সাহায্য দেবে রাজ্য। এর আগে মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, এসএসসসি সংক্রান্ত মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত চাকরিহারা শিক্ষাকর্মীদের মাসে মাসে ভাতা দেওয়া হবে।

আরও পড়ুন: নর্মাল ডেথ বলে মনে হয় না! ‘ছেলে আমাকে ফোন করে বলেছিল, বাবা..,’ মুখ খুললেন দিলীপের স্ত্রী রিঙ্কুর প্রাক্তন স্বামী রাজা

চাকরিহারাদের আশ্বাস দিয়ে মমতা বলেছিলেন, ‘সবার যাতে চাকরি থাকে সেই বিষয়টা আমরা দেখব।’ প্রসঙ্গত, নিয়োগ দুর্নীতির জেরে SSC ২০১৬ সালের গোটা প্যানেল বাতিল করে দিয়েছে সুপ্রিম কোর্ট। যার জেরে বাতিল হয়েছে ওই সালের এসএসসির সম্পূর্ণ নিয়োগ প্যানেল। চাকরি হারিয়েছেন মোট ২৫,৭৩৫ জন শিক্ষক এবং শিক্ষাকর্মী। পরে পড়ুয়াদের শিক্ষাদানের কথা মাথায় রেখে রাজ্যের আর্জিতে নতুন করে প্যানেল তৈরি না হওয়া পর্যন্ত আপাতত চাকরিহারা যোগ্য বা দাগি নন এমন শিক্ষকদের কাজ চালিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট।

ভিডিও দেখুন: https://www.youtube.com/live/6je0TTLz4TE?si=XOB4qrxnS1PshVRe

কিন্তু শিক্ষাকর্মীদের নিয়ে কোনো স্বস্তির খবর আসেনি। আদালত তাদের আপাতত কাজ চালিয়ে যাওয়ার অনুমতি দেয়নি। এই নিয়েই তাঁদের মধ্যে দুশ্চিন্তা বাড়ছিল। কিভাবে পরিবার চালাবেন সেই চিন্তায় রাতের ঘুম উড়েছিল। এবার সেই নিয়ে এই কর্মীদের সাময়িক স্বস্তি দিতে বড় সিদ্ধান্ত নিল রাজ্য।

Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

X