‘২২ এপ্রিলই..’, রাজ্য সরকারি কর্মীদের DA মামলা নিয়ে বড় তথ্য, ক্রমশ চাপ বাড়ছে রাজ্যের

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ দীর্ঘ টানাপোড়েন। আগামী ২২ এপ্রিল রাজ্য সরকারি কর্মীদের ডিএ (Dearness Allowance) মামলা উঠবে সুপ্রিম কোর্টে (Supreme Court)। তার আগে সামনে এক পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা মামলার কজলিস্ট প্রকাশিত হল। কজলিস্ট অনুযায়ী, আগামী মঙ্গলবার বিচারপতি বিক্রম নাথ, বিচারপতি সঞ্জয় কারোল এবং বিচারপতি সন্দীপ মেহতার ডিভিশন বেঞ্চে ডিএ মামলাটি উঠবে।

DA মামলা নিয়ে বড় তথ্য সামনে | Dearness Allowance

আদালত সূত্রে খবর, ২২ তারিখ ৫১ নম্বরে ডিএ মামলা উঠবে। ‘হাই অন বোর্ড’-এ সেই মামলা উঠতে চলেছে। ডিএ মামলার সুপ্রিম শুনানি নিয়ে রাজ্য সরকারি কর্মচারীদের সংগঠন কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় বলেন, মঙ্গলবার পাঁচ নম্বর কোর্টে ১৮ নম্বর থেকে মামলা রয়েছে।

তিনি জানান, ডিএ মামলা রয়েছে ৫১ নম্বরে। ১ নম্বর থেকে ১৭ নম্বর মামলার উল্লেখ করা হয়নি। ১৮ নম্বর থেকে মামলা শুরু হয়েছে। হিসেব বলছে ৩৪ নম্বরে ডিএ মামলা উঠতে পারে। মলয়বাবু বলেন, এর আগের শুনানিতেও বিচারপতি কারোলের বেঞ্চে মামলা উঠেছিল। এবারে মামলা ‘হাই অন বোর্ড’এ রয়েছে।

dearness allowance da

সরকারি কর্মচারী সংগঠনের নেতা বলেন, দুপুর দুটো থেকে বিচারপতি কারোল ১০ নম্বর কোর্টে বসবেন। অর্থাৎ প্রথমার্ধেই ডিএ মামলা উঠতে পারে শীর্ষ আদালতে। এর আগে গত ২৫ মার্চ (মঙ্গলবার) পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ মহার্ঘ ভাতা (ডিয়ারনেস অ্যালোওয়েন্স বা ডিএ) মামলা (DA Case) সুপ্রিম কোর্টে (Supreme Court) ওঠার কথা থাকলেও তা হয়নি। সবমিলিয়ে মোট ১৫ বার সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছিয়েছে। এবারে অন্তত কিছু সুরাহা হবে বলে আশাবাদী সরকারি কর্মীরা।

আরও পড়ুন: দুবাইয়ের পর এবার কলকাতা, মদের ব্র্যান্ড লঞ্চ করতে শহরে আরিয়ান! শাহরুখও থাকবেন পাশে?

এদিকে সম্প্রতি ফেসবুকে এক পোস্ট করে সংগ্রামী যৌথ মঞ্চের তরফে ভাস্কর ঘোষ বলেন, যৌথ মঞ্চের পক্ষ থেকে ডিএ মামলার আগামী শুনানিতে বিখ্যাত এক বিখ্যাত আইনজীবী থাকবেন। যদি সেই আইজীবীর কোনও আন্তর্জাতিক মামলা না থাকে, তাহলে তিনি সংগ্ৰামী যৌথ মঞ্চের হয়ে লড়বেন। এবারে শেষমেষ মামলা কোন মোড় নেয় সেদিকে তাকিয়ে সকলে।

Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

X