DA নিয়ে দীর্ঘদিন ধরে টানাপড়েন! আজ ‘সুখবর’ পাবেন বাংলার রাজ্য সরকারি কর্মীরা?

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ বাংলার রাজ্য সরকারি কর্মীদের ডিএ (Dearness Allowance) নিয়ে টানাপড়েন আজকের নয়। দীর্ঘদিন ধরে এই নিয়ে আইনি লড়াই চলছে। ইতিমধ্যেই এই জল গড়িয়েছে সুপ্রিম কোর্ট (Supreme Court) অবধি। বিগত প্রায় তিন বছর ধরে শীর্ষ আদালতে বিচারাধীন এই মামলা (DA Arrear Case)। এবার এই নিয়েই সামনে আসছে নয়া আপডেট।

একাধিকবার পিছিয়েছে বকেয়া ডিএ (Dearness Allowance) মামলার শুনানি

২০২২ সালের ২৮ নভেম্বর বাংলার রাজ্য সরকারি কর্মীদের ডিএ মামলা প্রথমবার সুপ্রিম কোর্টে উঠেছিল। শেষ শুনানি হয়েছে গত বছরের ডিসেম্বরে। এরপর থেকে একাধিকবার এই মামলার শুনানি পিছিয়েছে। গত ২৫ মার্চ বিচারপতি সঞ্জয় করোল ও বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চে এই মামলার খানিকটা শুনানি হয়েছিল। আজ ফের এই মামলা ওঠার কথা রয়েছে।

মঙ্গলবার বিচারপতি বিক্রম নাথের নেতৃত্বাধীন বেঞ্চে বাংলার রাজ্য সরকারি কর্মীদের (Government Employees) বকেয়া ডিএ মামলা শুনানির জন্য অন্তর্ভুক্ত রয়েছে। শুনানি তালিকায় ৫১ নম্বরে রয়েছে এই মামলা। ক্রমতালিকায় আগে থাকা মামলাগুলির শুনানি হওয়ার পর আজ আদৌ এই মামলার শুনানি হবে কিনা তা নিয়ে সংশয় দেখা দিয়েছে। সময়ের অভাবে আজ ডিএ মামলার শুনানি না হলে, ফের একবার পিছিয়ে যাবে শুনানি।

আরও পড়ুনঃ ‘সরকার চেষ্টা চালাচ্ছে, এত অধৈর্য হলে চলবে না’! SSC কাণ্ডে চাকরিহারাদের উদ্দেশে বার্তা শিক্ষামন্ত্রীর

কেন্দ্রীয় হারে ডিএ, বকেয়া মহার্ঘ ভাতা প্রদান সহ বেশ কিছু দাবিদাওয়া রয়েছে বাংলার রাজ্য সরকারি কর্মীদের। বর্তমানে সুপ্রিম কোর্টে বিচারাধীন সেই মামলা। এর আগে শীর্ষ আদালতের তরফ থেকে জানানো হয়, রাজ্য সরকারি কর্মীদের এই বকেয়া ডিএ মামলার বিস্তারিত শুনানির প্রয়োজন রয়েছে। এরপর সময়ের অভাবে আর এই মামলার শুনানি হয়নি। আজ শুনানি হওয়ার কথা থাকলেও শেষ অবধি হবে কিনা তা নিয়ে সংশয় দেখা দিয়েছে।

Dearness Allowance DA arrear case hearing in Supreme Court today

এদিকে বকেয়া ডিএ (Dearness Allowance) মামলা বিচারাধীন থাকাকালীনই বেশ কয়েক দফায় বাংলার রাজ্য সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা বাড়িয়েছে পশ্চিমবঙ্গ সরকার। বর্তমানে তাঁরা ১৮% হারে ডিএ পাচ্ছেন। কেন্দ্রের সঙ্গে এখনও ৩৭ শতাংশের ফারাক রয়েছে।

Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

X