বাংলা হান্ট ডেস্কঃ বাঙালির বারো মাসে তেরো পার্বন লেগেই আছে। চলতি বছরের শুরু থেকেই একাধিক ছুটি (Government Holiday) পেয়েছেন রাজ্য সরকারি কর্মীরা। গত সপ্তাহেই চারটি বিধাসনভা কেন্দ্রে উপনির্বাচনের জেরে মিলেছে বাড়তি ছুটিও। তবে জুলাই মাসে টানা ছুটির স্কোপ একেবারেই মেলেনি। গুটি কয়েক হলিডেই পেয়েছেন রাজ্য সরকারি কর্মীরা (State Government Holiday)। যদিও তাতে মন খারাপ করার কিছু নেই। কারণ সামনেই রয়েছে এক গাদা ছুটি। যা শুনলে খুশি হবেন আপনিও।
সামনেই রয়েছে টানা ছুটির সুযোগ (Government Holiday)
আগামীকাল, ১৭ জুলাই রয়েছে মহরম। ওই দিন ছুটি পেতে চলেছেন রাজ্য সরকারি কর্মীরা। তবে তা একদিনেরই। জুলাই মাসে রাজ্য সরকারি কর্মীদের কোনও টানা ছুটি পাওয়ার সুযোগ নেই। তবে জুলাইতে না মিললেও অগাস্ট মাসে লম্বা ছুটির সুযোগ রয়েছে সরকারি কর্মীদের জন্য।
স্বাভাবিকভাবেই ১৫ অগাস্ট ছুটি থাকছে। এদিকে রাখি পূর্ণিমা পড়েছে ১৯ অগাস্ট সোমবার। তার আগে শনি, রবি এমনিতেই ছুটি, আর রাখির হলিডে যোগ করে নিলে পরপর টানা তিনদিন ছুটির সুযোগ। এখানেই শেষ নয়, এরপর জন্মাষ্টমী পড়েছে ২৬ অগাস্ট। সেদিনও সোমবার। ফলে ছুটি পেতে চলেছেন রাজ্যের সরকারি কর্মীরা (Government Employee’s)। অর্থ্যাৎ তখনও টানা শনি-রবি-সোম ছুটি কাটানোর সুযোগ থাকছে।
আরও পড়ুন: কীভাবে নিয়োগ? এবার কোপে TET-র ৪২০০০ চাকরি? পর্ষদকে কড়া নির্দেশ হাইকোর্টের
অর্থ্যাৎ দেখা যাচ্ছে আগস্ট মাসে দু’দফায় টানা তিন দিন করে ছুটির (Government Holiday) সুযোগ রয়েছে। একটু আগে ভাগে প্ল্যান করলেই সুন্দরভাবে এই ছুটি কাজে লাগিয়ে নিতে পারবেন সরকারি কর্মচারীরা। টুক করে ঘুরে আসতে পারবেন ফ্যামিলি নিয়ে। তাই দেরি না করে এখনই বানিয়ে ফেলুন আগামী মাসের ট্রিপ প্ল্যান।