বাংলা হান্ট ডেস্কঃ পুজোর মাসে একাধিক ছুটি (Holiday) পেয়েছেন রাজ্য সরকারি কর্মীরা (West Bengal State Government Employees)। দুর্গাপূজার সময় সেই চতুর্থী থেকে ছিল টানা ছুটি। সোমবার দীর্ঘ ১৮ দিন পর সমস্ত সরকারি দফতর খুলেছে। তবে এই আবহেও সরকারি কর্মীদের মধ্যে নভেম্বর মাসের ছুটির হিসেব নিয়ে জোর আলোচনা।
নভেম্বর মাসে কতদিন ছুটি মিলছে? জানুন বিস্তারে। আগামী ১২ নভেম্বর রবিবার কালীপুজো। রবিবার তো এমনিতেই ছুটি। তবে মন ভার করার দরকার নেই। কালীপুজো রবিবার পড়ায় তারপর দুদিন ১৩ ও ১৪ নভেম্বর (সোম ও মঙ্গলবার) নবান্ন (Nabanna) অতিরিক্ত ছুটি ঘোষণা করেছে।
আরও পড়ুন: পার্থ ‘খুব’ চাইলেও অর্পিতাকে চাননি জ্যোতিপ্রিয়! অবশেষে ভেতরকার খবর ফাঁস করলেন বালু ঘনিষ্ঠ
ওদিকে ১৫ নভেম্বর এবার ভাইফোঁটার ছুটি। তবে ১৫ নভেম্বর ওই একই দিনে বিরসা মুন্ডার জন্মদিনের ছুটি রয়েছে। এই কারণে ১৬ নভেম্বর বৃহস্পতিবার ভাইফোঁটার অতিরিক্ত ছুটি দিয়েছে রাজ্য সরকার। অর্থাৎ টানা চার দিন ছুটি। যা শুনেই খুশিতে আত্মহারা সরকারি কর্মীরা।
আরও পড়ুন: রেশন দুর্নীতির টাকায় কেনা হয়েছে ইউরোপের ফুটবলক্লাব! ED-র নজরে মন্ত্রী ঘনিষ্ঠ ‘এই’ ব্যক্তি
তবে এখানেই শেষে নয়। এ বার আবার ছটপুজোও পড়েছে রবিবার ১৯ নভেম্বর। তবে এই বেলাতেও দুঃখ নেই। ছট রবিবার পড়ায় ২০ নভেম্বর, সোমবার অতিরিক্ত ছুটি ঘোষণা করেছে রাজ্য। ওদিকে ২৭ নভেম্বর সোমবার গুরু নানকের জন্মদিন। অর্থাৎ ছট ও নানকের জন্মদিনের সময়ও পরপর টানা তিনদিন ছুটি পাচ্ছেন সরকারি কর্মীরা।