অ্যাকাউন্টে ঢুকবে ২৫,৩৫৯ টাকা! বাংলার এই সরকারি কর্মীদের জন্য সুখবর! জারি জরুরি বিজ্ঞপ্তি

বাংলা হান্ট ডেস্কঃ বছর শেষের আগেই বাংলার রাজ্য সরকারি কর্মীদের (Government Employees) ডিএ বৃদ্ধির জল্পনা কল্পনা শুরু হয়ে গিয়েছে। গত বছরের মতো এবারও বছর শেষের আগে মুখ্যমন্ত্রী সুখবর দেন কিনা সেই নিয়ে চর্চা অব্যাহত। এর মাঝেই রাজ্য সরকারি কর্মীদের (State Government Employees) জন্য একটি গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি জারির খবর সামনে এল।

  • এই রাজ্য সরকারি কর্মীরা (Government Employees) পাবেন ২৫,৩৫৯ টাকা!

গত ৬ আগস্ট সরকারের অর্থ দফতরের তরফ থেকে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল। রিপোর্ট বলছে, কেন্দ্রীয় সরকারের পথে হেঁটেই রাজ্য সরকারি কর্মীদের গ্রুপ ইনস্যুরেন্স (Group Insurance) সম্বন্ধিত সেই বিজ্ঞপ্তি জারি করা হয়। এবার নয়া বিজ্ঞপ্তির মাধ্যমে রাজ্য সরকারি কর্মচারীরা গ্রুপ ইনস্যুরেন্সের আওতায় কী কী সুযোগ সুবিধা পাবেন, সেটা জানানো হয়েছে।

গ্রুপ ইনস্যুরেন্স বাবদ প্রত্যেক রাজ্য সরকারি কর্মীর (Government Employees) মাইনে থেকেই একটি নির্দিষ্ট টাকা কেটে নেওয়া হয়। অবসর গ্রহণের সময় সেই টাকা পান তাঁরা। এবার ১ নভেম্বর থেকে ৩১ জানুয়ারি ২০২৫ অবধি গ্রুপ ইনস্যুরেন্সে কত টাকা সুদ পাওয়া যাবে সেই বিষয়ক বিশদ টেবিল প্রকাশ করা হয়েছে। রাজ্য সরকারের অর্থ দফতরের তরফ থেকে এই টেবিল প্রকাশিত হয়েছে।

আরও পড়ুনঃ NDA নাকি INDIA! মহারাষ্ট্র-ঝাড়খণ্ডে ‘শেষ হাসি’ হাসবে কে? চলছে ভোটগ্রহণ, রেজাল্ট কবে?

চলতি বছর ফেব্রুয়ারি মাসে সরকারি কর্মীরা গ্রুপ ইনস্যুরেন্স বাবদ কত সুদ পাবেন, টেবিল জারি করে সেই তথ্য জানিয়েছিল কেন্দ্র। এবার সেই পথে হাঁটল রাজ্য সরকার (Government of West Bengal)। প্রত্যেক ইউনিট সাবস্ক্রিপশন ১০ টাকা করে হলে যে হিসেব দাঁড়ায়, সেই অনুসারে এই টেবিল প্রকাশিত হয়েছে।

Government employees

টেবিল অনুসারে, ১০ টাকা সাবস্ক্রিপশনের হিসেবে কোনও রাজ্য সরকারি কর্মচারী যদি ১৯৮৭ সালে চাকরিতে যোগ দেন এবং চলতি বছর ডিসেম্বর মাসে তাঁর অবসর নেওয়ার কথা থাকে, তাহলে গ্রুপ ইনস্যুরেন্স বাবদ ২৫,২০৪.১১ টাকা তিনি পাবেন। একইরকমভাবে আগামী বছর জানুয়ারি মাসে অবসর গ্রহণ করলে সেই অঙ্কটা দাঁড়াবে ২৫,৩৫৯.৩৬ টাকা।

১৯৮৮ সালে চাকরিতে যোগ দেওয়া রাজ্য সরকারি কর্মীর (Government Employees) ক্ষেত্রে আবার অঙ্কটা বদলাবে। ১৯৮৮ সালে চাকরিতে যোগ দিয়েছেন এবং ২০২৪ সালের ডিসেম্বর মাসে অবসর গ্রহণ করতে চলেছেন, এমন সরকারি কর্মী গ্রুপ ইনস্যুরেন্স বাবদ ২২,৫৩৫.৬৯ টাকা পাবেন। অন্যদিকে আগামী বছর জানুয়ারি মাসে অবসর গ্রহণ করলে ২২,৬০০ টাকার কিছু বেশি পাবেন। একইরকমভাবে ১৯৯৬ সালে চাকরিতে যোগ দেওয়া একজন রাজ্য সরকারি কর্মী আগামী ডিসেম্বর মাসে অবসর গ্রহণ করলে ৯২০০ টাকার কিছু বেশি এবং ২০২৫ সালের জানুয়ারিতে রিটায়ার করলে পাবেন ৯৩০০-র কিছু বেশি টাকা।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর