বাংলা হান্ট ডেস্কঃ ছেলে-মেয়েদের উন্নতমানের শিক্ষা পরিষেবা দেওয়ার জন্য এখনকার দিনে অধিকাংশ বাবা মায়েরাই ইংরেজি মাধ্যম স্কুলমুখী হয়ে থাকেন। যার ফলে একে একে বিলুপ্ত হয়ে যাচ্ছে পশ্চিমবঙ্গের (West Bengal) সমস্ত বাংলা মাধ্যম স্কুলগুলি। যদিও এখনও পর্যন্ত অস্তিত্ব জানান দিয়ে কোনরকমে টিকে আছে হাতেগোনা মাত্র কয়েকটা স্কুল।
পশ্চিমবঙ্গের (West Bengal) সরকারি স্কুলের ভোল, বিরাট সিদ্ধান্ত রাজ্যের
অধিকাংশ স্কুলেই দেখা যাচ্ছে পর্যাপ্ত শিক্ষক-শিক্ষিকা থাকলেও পড়ুয়াদের সংখ্যা একেবারে হাতে গোনা। তাই বাংলা মাধ্যমে স্কুলগুলির এই বেহাল দশা কাটিয়ে পড়ুয়াদের স্কুলমুখী করে তুলতে এবার এক নতুন উদ্যোগ নিয়েছে রাজ্য (West Bengal) সরকার। জানা যাচ্ছে, সরকারি সাহায্য প্রাপ্ত প্রাথমিক বিদ্যালয় গুলিতে পড়ুয়া টানতে এবার ইংরেজি মাধ্যম হিসেবে গড়ে তুলতে জোর দিচ্ছে রাজ্য সরকার।
সরকারি উদ্যোগে সাড়া দিয়ে বিদ্যালয় মুখি হচ্ছেন পড়ুয়ারাও। রাজ্যের (West Bengal) বাংলা মাধ্যম স্কুলগুলিকে টিকিয়ে রাখার জন্য প্রাথমিক স্তর থেকে ইংরেজি মাধ্যম চালু করার পরিকল্পনা আগেই করেছিল রাজ্য সরকার। এই তালিকায় ইতিমধ্যেই সামিল হয়েছে হাওড়ার দুটি সরকারি স্কুল। যার মধ্যে অন্যতম সালকিয়া সাবিত্রী বালিকা বিদ্যালয়।
দেশ স্বাধীন হওয়ার আগেই ১৯২৩ সালে এই স্কুল প্রতিষ্ঠিত হয়েছিল। যদিও বিগত মাত্র কয়েক বছরে এই স্কুলের পড়ুয়া সংখ্যা একেবারে তলানিতে নেমে এসেছিল। পরবর্তীকালে সরকারের উদ্যোগে ২০১৯ সালে এই স্কুলেই ইংরেজি মাধ্যম চালু করা হয়। তারপর থেকেই ধীরে ধীরে অনেক পড়ুয়া আবার এই স্কুলে আসতে শুরু করেছেন।
আরও পড়ুন: মোদীর সামনেই যা করলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়! তুমুল শোরগোল সংসদে
এ প্রসঙ্গেই স্কুলের টিচার ইনচার্জ অনির্বাণ দাস জানিয়েছেন, একেবারে শুরুতে তাঁরা নাকি একেবারে শূন্য থেকে শুরু করেছিলেন। করোনা পরিস্থিতি কাটিয়ে এখন আবার তাদের স্কুল ঘুরে দাঁড়িয়েছে। ইংরেজি মাধ্যম করার পর বর্তমানে তাঁদের স্কুলের মোট ছাত্র-ছাত্রীর সংখ্যা ১৮০ জন। বিভিন্ন জায়গায় লিফলেট বিলি করে এবং ব্যানার দিয়ে প্রচার শুরু করা হয়েছিল। যা থেকে খুব ভালো সাড়া মিলেছে। এই স্কুলের পড়ুয়ারা এখন সাবলীলভাবে ইংরেজিতে ক্লাস করছে বলেই জানিয়েছেন তিনি। আর তাতে খুশি পড়ুয়াদের অভিভাবকরাও।
এপ্রসঙ্গে হাওড়া জেলা প্রাথমিক বিভাগের চেয়ারম্যান কৃষ্ণ ঘোষ বলেছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে এই সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলে ইংরেজি মাধ্যম চালু করা হয়েছিল। তার জন্য দক্ষ শিক্ষকও নিয়োগ করা হয়েছে। বর্তমানে এই সালকিয়া সাবিত্রী বালিকা বিদ্যালয় এবং বেলুড় খামারপাড়া বিদ্যালয় দু’টিতে ইংরাজি মাধ্যমে পড়াশোনা করানো হয়। জানা যাচ্ছে, হাওড়া জেলার এই দু’টি বিদ্যালয়ের সাফল্য দেখে আরও পাঁচটি বিদ্যালয়ে প্রাথমিক স্তর থেকেই ইংরাজি মাধ্যম চালু করার চিন্তাভাবনা চলছে। তার জন্য ইতিমধ্যেই প্রস্তাবও পাঠানো হয়েছে শিক্ষা দফতরে।