মিলছে ২৫০০০ করে! কন্যাশ্রী প্রকল্পে এবার আরও বড় চমক, নয়া উদ্যোগ রাজ্যের

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প কন্যাশ্রীতে (Kanyashree) এবার বিরাট চমক। ৮ মার্চ বিশ্বজুড়ে পালিত হবে আন্তর্জাতিক নারী দিবস। গোটা দেশ জুড়ে বিভিন্ন জায়গায় নানা অনুষ্ঠানের আয়োজন হবে। বাদ যাবে না বাংলাও। এবার রাজ্যের কন্যাশ্রী প্রকল্পে (Government Scheme) সুবিধা প্রদানের ক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহারের উদ্যোগ নিল রাজ্য সরকার (West Bengal State Government)।

কন্যাশ্রীতে নয়া চমক- Kanyashree

২০১১ সালে ক্ষমতায় আসার পর থেকে একাধিক সামাজিক প্রকল্প চালু করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার মধ্যে অন্যতম হল এই কন্যাশ্রী। বাল্যবিবাহ এবং মেয়েদের স্কুলছুট রুখতে এই প্রকল্পের সূচনা। যার মাধ্যমে প্রথম পর্যায়ে ১৩ থেকে ১৮ বছরের মধ্যে অবিবাহিত স্কুলপড়ুয়া ছাত্রীদের বছরে ১,০০০ টাকা করে প্রদান করে রাজ্য সরকার।

এরপর দ্বিতীয় পর্যায়ে, যে সকল মেয়েরা ১৮ বছর বয়স পর্যন্ত অবিবাহিত থেকে সফলভাবে পড়াশোনা চালিয়ে নিয়ে যায় তাদের এককালীন ২৫ হাজার টাকা করে অর্থসাহায্য প্রদান করা হয়ে থাকে। এবার এই প্রকল্পের টাকা পেতে একজনও আবেদনকারীকেও যাতে কোনো অসুবিধায়র মুখে পড়তে না হতে হয়, সেই লক্ষ্যে AI এর ব্যবহারে উদ্যোগী রাজ্য।

কন্যাশ্রী রূপায়ণের দায়িত্ব নারী ও শিশু উন্নয়ন এবং সমাজ কল্যাণ দপ্তরের। এই দপ্তর প্রতিবছর নতুন করে লক্ষ লক্ষ ছাত্রীর তথ্য নির্দিষ্ট পোর্টালে আপলোড করে সম্পূর্ণ প্রক্রিয়া ঠিক মত সম্পন্ন করে। প্রত্যেক আবেদনকারীর নাম, ঠিকানা, ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্যসহ কম করে ৩০ থেকে ৩৫টি বিষয় পোর্টালে তোলার প্রয়োজন পড়ে। যার জেরে অনেক সময় অনিচ্ছাকৃতভাবে কিছু তথ্য পোর্টালে ভুল নথিভুক্ত হয়।

আরও পড়ুন: নিয়োগ দুর্নীতিতে বড় খবর! এবার ১৩২ জনের তালিকা তৈরি করল CBI! কাদের নাম রয়েছে?

যাতে করে এই অনিচ্ছাকৃত ভুল থেকে দূরে থাকা যায়, পড়ুয়াদের টাকা সঠিক সময়ে পৌঁছে দেওয়া যায় সেই জন্য ছোট থেকে ছোট সমস্যার সমাধানে এবার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা AI এর ব্যবহারের উদ্যোগ রাজ্যের। অতিসামান্য সমস্যারও সমাধানে সফ্টওয়্যার ব্যবহার করে আবেদনকারীদের পাহাড়প্রমাণ তথ্য মিলিয়ে দেখে ত্রুটি চিহ্নিত করা অসম্ভব বিষয়। এই পরিস্থিতিতে কাজে লাগানো হবে AI- কে। দূর হবে সমস্যা।

Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

X