বাংলা হান্ট ডেস্কঃ ২০১১ সালে ক্ষমতায় আসার পর থেকে জনগণের স্বার্থে একাধিক সামাজিক প্রকল্প (Government Scheme) চালু করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই তালিকার একদম শীর্ষের দিকে রয়েছে কন্যাশ্রী। বাল্যবিবাহ এবং মেয়েদের স্কুলছুট রুখতে মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প কন্যাশ্রী (Kanyashree)।
কন্যাশ্রী প্রকল্পে নিয়ম পরিবর্তন | Government Scheme
এই প্রকল্পের মাধ্যমে প্রথম পর্যায়ে ১৩ থেকে ১৮ বছরের মধ্যে অবিবাহিত স্কুলপড়ুয়া ছাত্রীদের বছরে ১,০০০ টাকা করে প্রদান করে রাজ্য সরকার। এরপর দ্বিতীয় পর্যায়ে, যে সকল মেয়েরা ১৮ বছর বয়স পর্যন্ত অবিবাহিত থেকে সফলভাবে পড়াশোনা চালিয়ে নিয়ে যায় তাদের এককালীন ২৫ হাজার টাকা করে অর্থসাহায্য প্রদান করা হয়ে থাকে। তবে নানা সময়ে কন্যাশ্রীতে প্রকল্পের টাকা নিয়ে জালিয়াতির অভিযোগ ওঠে। এবার এই ইস্যুতেই বড় পদক্ষেপ রাজ্যের।
সূত্রের খবর, এবার কন্যাশ্রী প্রকল্পে কোনও আবেদনকারী আবেদন করলে তার প্রদান করা ব্যাঙ্কের তথ্য যাচাই করা হবে। এরপর স্কুল আবেদন গ্রহণ করলে তা জেলায় পাঠানো হবে। জেলায় আবেদনকারীর দেওয়া ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বরের তথ্য সংশ্লিষ্ট ব্যাঙ্ক কর্তৃপক্ষের কাছে পাঠিয়ে যাচাই করা হবে। সব ঠিক থাকলেই টাকা ছাড়ার প্রক্রিয়া শুরু হবে। নয়তো আবেদন মঞ্জুর হবে না।
ভিডিও দেখুন: https://youtu.be/IvFqRtqPU3M?si=uATxbjJA0CITY8KA
উল্লেখ্য, এতদিন স্কুলই আবেদনকারীদের চূড়ান্ত অনুমোদনের জন্য জেলা প্রশাসনের কাছে পাঠিয়ে দিত। জেলা সেই আবেদন মঞ্জুর করে দিত। তবে এবার থেকে আলাদা করে ব্যাঙ্ক অ্যাকাউন্ট যাচাই করা হবে। জালিয়াতি রোধে নারী, শিশু ও সমাজ কল্যাণ দপ্তর এই পরিকল্পনা নিয়েছে।
আরও পড়ুন: ভারতকে ছাড়া চলে না, বাণিজ্য বন্ধ হতে দুর্বিপাকে পাকিস্তান, কী কী আমদানি-রপ্তানি হয় দুই দেশের?
ছাত্রীরা প্রাপ্য টাকা সুনিশ্চিত করতেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে সরকার তরফে। জানা যাচ্ছে চলতি মাস বা আগামী মাসের মধ্যেই এই সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করে দেওয়া হতে পারে।