রাজ্যে আরও বাড়ল ছুটি! সামনেই কতদিন বন্ধ থাকছে স্কুল-কলেজ, অফিস-কাছারি?

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ মাস শুরুর দিনই অর্ধদিবস ছুটি পেয়েছেন রাজ্য সরকারি কর্মীরা। এবার সামনেই আসছে আরও ছুটি। এমনিতেই চলতি বছরের শুরু থেকেই একাধিক ছুটি (Government Holiday) পেয়ে এসেছেন রাজ্য সরকারি কর্মীরা। ওদিকে গরমের ছুটি, দেড় মাস ধরে চলছে লোকসভা নির্বাচনের কারণেও বন্ধ ছিল স্কুল-কলেজ। এবার সামনেই ৭ তারিখ রথযাত্রা।

রথ উপলক্ষে রাজ্যের জায়গায় জায়গায় শুরু হয়ে গিয়েছে রথযাত্রার প্রস্তুতি। প্রতিবছরই এই দিন সরকারি ছুটি দেয় রাজ্য। তবে এবার ৭ জুলাই অর্থাৎ রথযাত্রা পড়েছে রবিবার। তাই আর আলাদা করে পাচ্ছেন না রাজ্য সরকারি কর্মীরা। সোমবারও বাড়তি ছুটি ঘোষণা করা হয়নি সরকার তরফে।

এরপর আগামী ১৩ জুলাই রবি ভানু ভক্তের জন্মদিন উপলক্ষ্যে দার্জিলিং এবং কালিম্পং জেলায় সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। যদিও, ওই দিন শনিবার পড়ছে। অন্যদিকে, বুধবার ১৭ জুলাই রয়েছে মহরম। ওই দিন ছুটি পেতে চলেছেন রাজ্য সরকারি কর্মীরা। অর্থাৎ দেখা যাচ্ছে জুলাই মাসে রাজ্য সরকারি কর্মীদের কোনও টানা ছুটি পাওয়ার সুযোগ নেই।

আরও পড়ুন: সওকতের বিরুদ্ধে মামলা করেও প্রত্যাহার কেন? চরম ক্ষুব্ধ কলকাতা হাইকোর্ট, এল বিরাট নির্দেশ

তবে জুলাইতে না মিললেও অগাস্ট মাসে লম্বা ছুটির সুযোগ রয়েছে সরকারি কর্মীদের জন্য। স্বাভাবিকভাবেই ১৫ অগাস্ট ছুটি থাকছে। রাখী পড়েছে ১৯ অগাস্ট সোমবার। অর্থাৎ পরপর টানা তিনদিন ছুটির সুযোগ। জন্মাষ্টমীও পড়েছে ২৬ অগাস্ট সোমবার। ফলে সেদিনও ছুটি পেতে চলেছেন রাজ্যের সরকারি কর্মীরা। অর্থ্যাৎ তখনও টানা শনি-রবি-সোম ছুটি পাচ্ছেন রাজ্যের সরকারি কর্মীরা।

Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর

X