বাংলা হান্ট ডেস্কঃ আর তিন সপ্তাহ বাদেই শুরু হতে চলেছে বাঙালির শ্রেষ্ঠ উৎসব ‘দুর্গাপুজো’ (Durga Pujo)। তার আগেই শেষ বেলায় কেনাকাটি করতে ব্যস্ত প্রতিটি বাঙালি। ধর্মতলা থেকে বড়বাজার, সর্বত্রই মানুষের ভিড় চোখে পড়ার মতো। তবে এবার পূজোর কেনাকাটা আসতে চলেছে হাতের মুঠোয়। সরকারের পক্ষ থেকে এক বিশেষ ঘোষণায় ইতিমধ্যেই চওড়া হাসি ফুটেছে সকলের মুখে।
বিগত কয়েকদিন ধরেই কলকাতার বিভিন্ন প্রান্তে মানুষের ভোগান্তি চরমে। পুজোর কেনাকাটায় ব্যস্ত সকলেই। এক্ষেত্রে ভিড়ের পাশাপাশি পরিবহন ক্ষেত্রেও বেশ কিছু সমস্যার সৃষ্টি হয়। তবে এবার তাদের সেই ভোগান্তি দূর করতে শহরের পথে নামলো বিশেষ বাস পরিষেবা। পুজোর জন্য সরকারের এই বিশেষ উদ্যোগ।
গতকাল থেকেই মহানগরীতে বেরিয়ে পড়েছে ‘পুজো স্পেশাল শপিং’ বাস। মহালয়ার দিন তথা আগামী ২৫ শে সেপ্টেম্বর পর্যন্ত এই বাসগুলি শহরের বুকে দৌড়াবে বলে জানা গিয়েছে। পরিবহন দপ্তরের মতে, পুজো স্পেশাল এ সকল বাসগুলির মাধ্যমে মানুষের ভোগান্তি বেশ খানিকটা কমবে।
পরিবহন দপ্তর সূত্রে খবর, প্রতি সপ্তাহের শনিবার, রবিবার এবং সকল সরকারি ছুটির দিনগুলিতে পুজো স্পেশাল বাসগুলি চলবে। বাসগুলির সময়সীমা দুপুর ১২ টা থেকে রাত ৯ টা পর্যন্ত। বেশ কয়েকটি রুটে পরিবহনের সুবিধা পাবে মানুষ।
পুজো স্পেশাল শপিং বাসগুলির রুট তালিকা এসপ্ল্যানেড-হাওড়া
এসপ্ল্যানেড-ডানলপ
শ্যামবাজার-ব্যারাকপুর কোর্ট
গড়িয়াহাট-বেহালা চৌরাস্তা
গড়িয়াহাট-পর্ণশ্রী
হাওড়া-গড়িয়াহাট
উল্লেখ্য, কলকাতার যে সকল প্রান্তে শপিং মল থেকে শুরু করে কেনাকাটার বাজারের সংখ্যা বেশি, সেই সকল স্থানে এই বিশেষ বাসগুলি চলবে বলে জানিয়েছে পরিবহন দপ্তর। এক্ষেত্রে অন্যান্য সরকারি বাসগুলোর মতোই বাসের ভাড়া ধার্য করা হয়েছে। বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোর আগে সাধারণ মানুষের ভোগান্তি কম করতে এবং তাদের বিশেষ সুবিধা প্রদান করতেই এহেন নয়া পরিষেবা আনা হয়েছে বলে দাবি সরকারের।