বাংলা হান্ট ডেস্কঃ ‘কেন্দ্রীয় প্রকল্প বাবদ বিপুল পরিমাণ টাকা আটকে রেখে দিয়েছে কেন্দ্র সরকার’, অতীতে বিজেপি (Bharatiya Janata Party) সরকারের বিরুদ্ধে এহেন চাঞ্চল্যকর অভিযোগ করে এসেছে তৃণমূল (Trinamool Congress) নেতৃত্ব। অপরদিকে, এক্ষেত্রে রাজ্য সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ সামনে এনে আক্রমণ শানায় বিজেপি নেতা-মন্ত্রীরা! এই সকল ইস্যুতে বর্তমানে তোলপাড় বঙ্গ রাজনীতি আর এবার এর মাঝেই বড়সড় স্বস্তি পেল রাজ্য।
প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার অধীনে ৫০০ কোটির অধিক টাকা রাজ্যকে দিতে চলেছে কেন্দ্র, সূত্র মারফত এই খবর বর্তমানে সামনে এসেছে। সূত্রের খবর অনুযায়ী, এদিন কেন্দ্রীয় গ্রাম উন্নয়ন মন্ত্রকের তরফ থেকে রাজ্যকে allotment লেটার প্রদান করা হয়েছে, যার ভিত্তিতে ৫০০ কোটির অধিক অর্থ পেতে চলেছে বাংলা। চিঠি প্রাপ্তির বিষয়ে সম্মতি জানিয়েছেন বাংলার পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার।
অতীতে একাধিক সময় কেন্দ্র সরকারের বিরুদ্ধে রাজ্যের প্রাপ্য বরাদ্দ টাকা না দেওয়ার অভিযোগ তুলে এসেছে তৃণমূল নেতৃত্ব। এক্ষেত্রে ১০০ দিনের প্রকল্প ছাড়াও প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা এবং আবাস যোজনা বাবদ রাজ্যের প্রাপ্য টাকা কেন্দ্র দেয়নি বলে অভিযোগ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাল্টা তৃণমূল সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ পর্যন্ত সামনে আনেন বঙ্গ বিজেপি নেতারা।
সম্প্রতি এই সকল ইস্যুতে আলোচনা করতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করেন বাংলার মুখ্যমন্ত্রী। এমনকি কেন্দ্রীয় গ্রাম মন্ত্রকের সঙ্গে বৈঠক করতে পৌঁছে যান পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার আর এরপরই অবশেষে সুখবর পেল রাজ্য।
এক্ষেত্রে কেন্দ্রের তরফ থেকে গ্রামীণ সড়ক যোজনা বাবদ মোট ৫৮০ কোটি টাকা পাচ্ছে রাজ্য। সূত্রের খবর অনুযায়ী, ২২০০ কিলোমিটারের অধিক রাস্তা নির্মাণ হতে চলেছে এই টাকায়। ফলে পঞ্চায়েত নির্বাচনের পূর্বে কেন্দ্রের তরফ থেকে টাকা মেলায় আপাতত স্বস্তি পেল বাংলা।