৩ জুন স্কুল খুললেও ক্লাস চালু হবে না! ফের কবে থেকে শুরু পঠন পাঠন? রইল লেটেস্ট আপডেট

বাংলা হান্ট ডেস্কঃ দক্ষিণবঙ্গে তীব্র তাপপ্রবাহের জেরে গত ২২ এপ্রিল শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে আগাম গরমের ছুটি (Summer Vacation) ঘোষণা করেছিল পশ্চিমবঙ্গ সরকার (Government of West Bengal)। গরমের জেরে যাতে ছাত্রছাত্রীরা অসুস্থ না হয়ে পড়ে সেই কারণেই তড়িঘড়ি পদক্ষেপ নেওয়া হয়। তবে মাঝে বেশ কিছুদিন টানা বৃষ্টির জেরে তাপমাত্রা কমেছিল। সেই সময় স্কুল খুলে দেওয়ার দাবি জানিয়েছিল একাধিক শিক্ষা সংগঠন।এরই মধ্যে জানানো হয়েছে পরিস্থিতি সব ঠিক ঠাক থাকলে ২ জুন রাজ্যে গরমের ছুটি শেষ হচ্ছে, ৩ জুন তারিখেই খুলে দেওয়া হবে রাজ্যে স্কুলগুলি। কিন্তু পরের দিন ভোটের রেজাল্ট থাকায় উঠছে প্রশ্ন।

শিক্ষা দফতরের একাংশের সূত্রে জানা গিয়েছে, ভোটের আবহে স্কুলগুলি খোলা হবে না। বেশির ভাগ শিক্ষকই বর্তমানে ভোটের কাজে নিযুক্ত রয়েছেন। অনেক স্কুলে রয়েছে কেন্দ্রীয় বাহিনী। আজ ষষ্ঠ দফায় ভোটগ্রহণ চলছে। এরপর আগামী ১ জুন রয়েছে শেষ দফার ভোট। বিভিন্ন স্কুলে স্কুলে ভোটদান চলছে।

   

অন্যদিকে ৪ জুন রয়েছে ভোটের রেসাল্ট। এই অবস্থায় জানা যাচ্ছে ৩ জুন থেকে খুলছে স্কুল খুললেও নিয়মিত ক্লাস শুরু হতে পারে আগামী ৫ জুন থেকে। অর্থাৎ স্কুল খোলার একদিন ঐর থেকে। কারণ, ভোটের কারণে স্কুলগুলোতে এখনও কেন্দ্রীয় বাহিনী রয়েছে।

Summer

আরও পড়ুন: ‘সকাল থেকে ‘দাবাং’ মেজাজে অভিজিৎ! ভোটের শুরুতেই হলদিয়ায় বিরাট কাণ্ড ঘটালেন BJP প্রার্থী

জানা যাচ্ছে, ৪ জুন ভোটের ফলাফল বের হওয়ার পর, স্কুলগুলোতে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও প্রস্তুতির জন্য কিছুটা সময় লেগে যাবে। তাই, আগামী ৫ জুন থেকেই ফের স্কুলে নিয়মিত পঠন-পাঠনা শুরু হবে, এমনটাই মনে করা হচ্ছে। এতদিন ছুটি উপভোগ করলেও, স্কুল খুললে ছাত্র-ছাত্রীদের ওপর বাড়তি চাপ পড়তে চলেছে। সময়মতো সিলেবাস কমপ্লিট করতে অতিরিক্ত অনলাইন ক্লাসের কথাও বলা হয়েছে।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর