গরমের ছুটি শেষ! ভোট মিটতেই এদিন খুলবে রাজ্যের স্কুল! জানুন শিক্ষা দফতরের নয়া আপডেট

বাংলা হান্ট ডেস্কঃ এপ্রিল মাসে তীব্র দাবদাহের জেরে নাজেহাল অবস্থা হয়েছিল দক্ষিণবঙ্গবাসীর। বৈশাখের দহন থেকে বাঁচতে তড়িঘড়ি গরমের ছুটি (Summer Vacation) ঘোষণা করা হয়েছিল পশ্চিমবঙ্গের স্কুলগুলিতে। গত ২২ এপ্রিল রাজ্যের শিক্ষাপ্রতিষ্ঠানগুলিতে আগাম গরমের ছুটি ঘোষণা করে রাজ্য সরকার (Government of West Bengal)। তীব্র গরম থেকে ছাত্রছাত্রীদের বাঁচাতেই নেওয়া হয়েছিল এই সিদ্ধান্ত।

এদিকে এই গরমের মধ্যেই রাজ্যজুড়ে চলছে লোকসভা নির্বাচন। গত ১৯ এপ্রিল থেকে শুরু হয়েছে ‘দিল্লি দখলের লড়াই’। চলবে আগামী ১ জুন অবধি। ফলাফল প্রকাশ ৪ জুন। এর মাঝেই গরমের ছুটি (Summer Vacation) নিয়ে সামনে এল বিরাট আপডেট। ছুটি শেষে কবে খুলবে রাজ্যের স্কুল? তা নিয়ে বিগত কয়েকদিন ধরে চর্চা চলছে। এবার সামনে এল সম্ভাব্য দিনক্ষণ।

স্কুল শিক্ষা দফতরের তরফ থেকে প্রথমে জানানো হয়েছিল, চলতি বছর ৬ মে রাজ্যের সরকারি এবং সরকার পোষিত বিদ্যালয়গুলিতে গরমের ছুটি পড়বে। তা চলবে ২ জুন অবধি। তবে এপ্রিলের মারাত্মক দাবদাহের জেরে গরমের ছুটি এগিয়ে আনা হয়। তবে মে মাসের শুরু থেকেই বৃষ্টির জেরে দক্ষিণবঙ্গের তাপমাত্রা অনেকটা কমেছে। তাই এবার গরমের ছুটি কবে শেষ হবে তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে দিয়েছে।

আরও পড়ুনঃ মেঘে ঢেকে যাবে আকাশ! আজ বৃষ্টিতে ভিজবে দক্ষিণবঙ্গের এই জেলাগুলিঃ আবহাওয়ার খবর

গরমের ছুটি শেষে স্কুল কবে খুলবে তা নিয়ে জোর চর্চা চললেও এখনও এই নিয়ে অফিশিয়াল কোনও ঘোষণা করা হয়নি। তবে ১ এপ্রিলের বিজ্ঞপ্তি অনুযায়ী, রাজ্যের বিদ্যালয়গুলিতে ৬ মে থেকে ২ জুন অবধি গরমের ছুটি ঘোষণা করা হয়েছিল। প্রবল গরমের কারণে ছুটি এগিয়ে এলেও অনুমান করা হচ্ছে আগামী ৩ জুন থেকেই হয়তো শিক্ষাপ্রতিষ্ঠানগুলি খুলে যেতে পারে।

Summer Vacation

এদিকে ইতিমধ্যেই গরমের ছুটি বাতিল করে শিক্ষা প্রতিষ্ঠান খোলার দাবি উঠতে শুরু করে দিয়েছে। সম্প্রতি বঙ্গীয় প্রাথমিক শিক্ষক সমিতি এবং পশ্চিমবঙ্গ প্রধান শিক্ষক সমিতির তরফ থেকে বিদ্যালয় খুলে দেওয়ার দাবি জানানো হয়েছে। দুই শিক্ষক সংগঠনের তরফ থেকে বয়াল হয়েছে, এক দফায় এত দীর্ঘ ছুটি না দিয়ে এবার বিদ্যালয়গুলি খুলে দেওয়ার ব্যবস্থা করা হোক। কয়েকদিন পর যদি অত্যধিক গরম পড়ে তখন নাহয় আবার ছুটি দিয়ে দেওয়া যাবে।

ad

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর