নিয়োগ দুর্নীতির আবহেই রাজ্যের শিক্ষকদের জন্য বিরাট সুখবর! বিজ্ঞপ্তি জারি করল SSC

বাংলা হান্ট ডেস্কঃ নিয়োগ দুর্নীতির জেরে রাতের ঘুম উড়েছে বহু শিক্ষিকের। SSC মামলায় সুতোর উপর ঝুলছে ২৬০০০ এর চাকরি, প্রাইমারি টেট সহ একাধিক মামলা চলছে। তবে এই আবহেই শিক্ষক-শিক্ষিকাদের (Teacher) জন্য বিরাট সুখবর। জানা যাচ্ছে এবার বাংলার শিক্ষক-শিক্ষিকাদের বিরাট সম্মান দেবে রাজ্য সরকার। ইতিমধ্যেই এই নিয়ে বিজ্ঞপ্তি জারি করেছে স্কুল শিক্ষা কমিশন (SSC)। যার দ্বারা শিক্ষকদের আবেদন করার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে।

জানিয়ে রাখি এই সম্মান দেওয়া হবে সেই সকল শিক্ষকদের যারা বছরের পর বছর ছাত্রছাত্রীদের পাশে দাঁড়িয়ে অক্লান্ত পরিশ্রম করে তাদের কৃতী করে তুলছেন, জীবনের পথে এগিয়ে দিচ্ছেন, সেইসব শিক্ষক শিক্ষিকাদের জন্য। স্কুল শিক্ষা কমিশন আয়োজিত এই সম্মানের নাম শিক্ষারত্ন সম্মান (Shiksha Ratna Award)।

এই সন্মান পেতে শিক্ষকদের আবেদন করতে হবে। ফর্ম ফিলআপ চলবে আগামী ১০ জুন থেকে ২৮ জুন পর্যন্ত। যে সকল শিক্ষকরা এই পুরস্কারের সঙ্গে জুড়তে চান তাদের ‘www.wbdse.com’ এই ওয়েবসাইটের মাধ্যমেই আবেদন করতে হবে। ফর্মের সাথে আপলোড করতে হবে নিজের অভিজ্ঞতা এবং তার সঙ্গে সম্পর্কিত সবরকম কাগজ, ডকুমেন্ট।

জানিয়ে রাখি, সহকারী শিক্ষক শিক্ষিকাদের পাশাপাশি স্কুলের প্রধান শিক্ষক এবং শিক্ষিকারাও এই সম্মানের জন্য আবেদন করতে পারবেন। সমস্ত নথি সঠিকভাবে যাচাই করে আবেদন করার কথা বলা হয়েছে। তবে এর আগে একবার যারা এই সম্মানে সম্মানিত হয়েছেন তারা আর আবেদন করতে পারবেন না।

Government school teachers

আরও পড়ুন: ৩ ডিগ্রি বাড়বে তাপমাত্রা! দক্ষিণবঙ্গের এই সব জেলায় তাপপ্রবাহের সতর্কতা: আবহাওয়ার খবর

গত বছরে শিক্ষাক্ষেত্রে উল্লেখযোগ্য অবদানের জন্য রাজ্যের মোট ১৫৩ জন শিক্ষক ‘শিক্ষারত্ন’ সম্মান পেয়েছেন। সাধারণত শিক্ষক দিবসের দিন এই সম্মান দেওয়া হয়ে থাকে।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর