যেতে পারে চাকরি! বিপাকে শিক্ষকরা! স্কুল সার্ভিস কমিশনের কাছে এল চিঠি

বাংলা হান্ট ডেস্কঃ বিগত কিছু সময়ে ভুয়ো কাস্ট সার্টিফিকেট (Fake Caste certificate case) নিয়ে চাকরির একাধিক অভিযোগ সামনে এসেছে। এবার ফেক সার্টিফিকেট নিয়ে শিক্ষকতার (Teachers) চাকরি সংক্রান্ত এক ঘটনা সামনে এল। ইতিমধ্যেই এই ইস্যুতে রাজ্য পুলিশের তরফে স্কুল সার্ভিস কমিশনকে (School Service Commission) চিঠি দেওয়া হয়েছে।

ভুয়ো কাস্ট সার্টিফিকেটে শিক্ষকের চাকরি! Teachers

চিঠি দিয়ে জানানো হয়েছে, নির্দিষ্ট অভিযোগের প্রেক্ষিতে কমিশনকে উত্তর দিতে হবে। তথ্য তলব করেছে পুলিশ। সূত্রের খবর, তিনজনের নামে অভিযোগ জানিয়ে রাজ্য পুলিশের তরফে স্কুল সার্ভিস কমিশন বা এসএসসিকে চিঠি দেওয়া হয়েছে।

অভিযোগের প্রেক্ষিতে তদন্ত করে এসএসসির কাছে রিপোর্ট চেয়েছে রাজ্য পুলিশ। সূত্রের খবর, ২০১১-১২ সালের নিয়োগে ভুয়ো কাস্ট সার্টিফিকেট দেওয়া হয়েছে। ভুয়ো কাস্ট সার্টিফিকেট দেখিয়ে শিক্ষকতার চাকরি মিলেছিল। এবার ২০২৫ সালে এসে সেই সংক্রান্ত তথ্য তলব করা হয়েছে।

এসএসসিকে চিঠি দিয়ে রাজ্য পুলিশকে ওই তিনজনের নামে আরও বিস্তারিত তথ্য দিতে বলা হয়েছে। কমিশন তরফে জানানো হয়েছে, যে তথ্য দেওয়া হয়েছে তা যথেষ্ট নয় তদন্তের জন্য, আরও তথ্য চাওয়া হয়েছে।

আরও পড়ুন: দুর্নীতিতে জর্জরিত! এবার নিয়োগ মামলায় প্রাক্তন মুখ্যমন্ত্রীকে তলব করল ED

Teachers

আরও পড়ুন: বাতিল হয়েছে কয়েক লক্ষ OBC সার্টিফিকেট, এবার মুখ খুললেন মমতা! বললেন, আমার লিস্ট প্রায়…

প্রসঙ্গত, কিছুদিন আগে ভুয়ো কাস্ট সার্টিফিকেট ব্যবহার করে পুলিশ কনস্টেবল নিয়োগের ঘটনায় শোরগোল পড়ে গিয়েছিল রাজ্যে। সেই নিয়ে বিস্তর জলঘোলা হয়। এবার ভুয়ো কাস্ট সার্টিফিকেট দিয়ে চাকরির অভিযোগ উঠল শিক্ষকতার ক্ষেত্রেও।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর