রেশন কার্ডের সঙ্গে আধার লিঙ্কের সময় বেঁধে দিল রাজ্য, বিপদে পড়ার আগে সেরে ফেলুন কাজ

Published On:

বাংলা হান্ট ডেস্ক: আর দেওয়া যাবে না সময়! এবার ৩০ দিনের মধ্যেই করে ফেলতে হবে রেশন কার্ডের সঙ্গে আধার কার্ড সংযুক্তিকরণের কাজ। ইতিমধ্যেই রাজ্য সরকারের অধীনস্থ খাদ্য দফতরের তরফে এই কথা জানানো হয়েছে। পাশাপাশি, আগামী ১৯ মার্চের মধ্যেই সমগ্র প্রক্রিয়াটি সম্পন্ন করতে হবে বলেও জানা গিয়েছে।

প্রসঙ্গত উল্লেখ্য, বেশ কয়েক বছর ধরেই ভুয়ো রেশন কার্ড দেখিয়ে বা মৃত মানুষের নামে কার্ড ব্যবহার করে রেশন তুলে নেওয়ার অভিযোগ উঠেছে। মাঝে মধ্যেই এই ধরণের ঘটনা স্থান পায় খবরের শিরোনামেও। এদিকে, খাদ্য শস্যের এভাবে অহেতুক অপচয় রুখতেই এবার রেশন কার্ডের সঙ্গে আধার কার্ড সংযুক্তিকরণের বিষয়টি দ্রুত শেষ করতে চাইছে সরকার।

যদিও, যতদিন না ওই প্রক্রিয়া শেষ হচ্ছে ততদিন ড্রাইভিং লাইসেন্স, ভোটার কার্ড বা ব্যাঙ্কের পাসবুক দেখিয়ে সাধারণ মানুষ খাদ্য সাথী প্রকল্পের সুবিধা নিতে পারবে বলে জানিয়েছে সরকার। এদিকে, খাদ্য দফতরের তরফে রেশন কার্ডের সঙ্গে আধার কার্ড সংযোগ করার বিষয়ে গেজেট নোটিফিকেশন জারি করা হয়েছে।

পাশাপাশি জানা গিয়েছে, আমাদের রাজ্যে দুই ধরণের রেশন কার্ডের জন্যই বাধ্যতামূলক করা হচ্ছে আধার কার্ড। খাদ্য সাথী প্রকল্পের আওতায় দুই ধরনের রেশন কার্ড রয়েছে, যার মাধ্যমে উপভোক্তারা ভর্তুকির মূল্যে চাল, গম পান। তবে, যারা এখনও পর্যন্ত রেশন কার্ডের সঙ্গে আধার কার্ড সংযুক্ত করেননি, তাঁদের দ্রুত এই সংযুক্তিকরণ করার কথা বলা হয়েছে।

এদিকে, যাদের আধার কার্ড নেই, তাঁরা ভর্তুকি মূল্যে খাদ্যশস্য পেতে চাইলে তাঁদের আগামী ৩১ মার্চের মধ্যে আবেদন করার কথা জানানো হয়েছে। তবে সেক্ষত্রে আরও জানিয়ে দেওয়া হয়েছে যে, ৫ বছর বা তার থেকে কম বয়সী শিশুর জন্য আধার কার্ড বাধ্যতামূলক নয়।

Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর

X