বাংলা সফর বাতিল মোদির! ভার্চুয়ালি উদ্বোধন করবেন বন্দে ভারত সহ সব প্রকল্পের

Published On:

বাংলা হান্ট ডেস্ক : আশংকাই সত্যি হল। প্রধানমন্ত্রীর বাংলা সফর বাতিল ঘোষণা হল। তবে কর্তব্যে অবিচল রইলেন নরেন্দ্র মোদি (Narendra Modi)। বন্ধ থাকছে না তাঁর কর্মসূচি। জানা যাচ্ছে ভিডিও কনফারেন্সের মাধ্যমে (virtually present) বাংলার প্রকল্প উদ্বোধন ও শিলান্যাসে যোগ দেবেন তিনি।

আজ ভোরেই জানা যায় মারা গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মা, হীরাবেন মোদি। ১০০ বছর বয়স হয়েছিল তাঁর। দু’দিন আগে হঠাৎই অসুস্থ হয়ে পড়েন তিনি। তড়িঘড়ি তাঁকে আমদাবাদের ইউএম মেহতা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই শুক্রবার ভোরে শেষ নিশ্বাস ত্যাগ করেন হীরাবেন। আজ সকালে আটটা নাগাদ প্রধানমন্ত্রী মোদি পৌঁছে যান আমদাবাদে। আজ, শুক্রবারই গান্ধীনগরে হীরাবেনের শেষকৃত্য সম্পন্ন হবে। আজই সকাল সাড়ে ছটার নাগাদ জানা যায় প্রধানমন্ত্রী দিল্লি থেকে আমদাবাদের উদ্দেশে রওনা হয়েছেন। পরে সেখান থেকেই ভিডিও কন্ফারেন্সের মাধ্যমে বাংলার সমস্ত প্রকল্প উদ্বোধন ও শিলান্যাসে যোগ দিতে পারেন তিনি।

nodi

 

আজ কলকাতায় এসে বন্দে ভারত রেলের উদ্বোধন করার কথা ছিল মোদির। সেই সঙ্গে ছিল আরও একাধিক কর্মসূচি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-সহ মোট পাঁচ রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে তাঁর জাতীয় গঙ্গা পরিষদের বৈঠক করারও কথা ছিল। তবে জানা যাচ্ছে, যেমন পরিকল্পনা ছিল, তেমনই কলকাতার সমস্ত কর্মসূচি নির্দিষ্ট সময়ে শুরু হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি উপস্থিত থাকবেন ভার্চুয়ালি।

প্রধানমন্ত্রী মোদি একাধিক টুইট করে তাঁর মায়ের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। তিনি হিন্দিতে লিখেছেন, ‘একটি গৌরবময় শতাব্দী ঈশ্বরের পায়ে বিশ্রাম নিচ্ছে… মায়ের মধ্যে আমি সর্বদা সেই ত্রয়িকে অনুভব করেছি, যার মধ্যে রয়েছে একজন তপস্বীর যাত্রা, নিঃস্বার্থ কর্মযোগীর প্রতীক এবং মূল্যবোধের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ জীবন’। তিনি আরও বলেন, ‘যখন আমি তাঁর ১০০ তম জন্মদিনে তাঁর সঙ্গে দেখা করি, তখন তিনি একটি কথা বলেছিলেন, যা সর্বদা মনে রাখা হয় যে বুদ্ধিমত্তা দিয়ে কাজ করো, পবিত্রভাবে জীবনযাপন করো’।

সম্পর্কিত খবর

X