বাংলা হান্ট ডেস্কঃ বর্তমান সময়ে যখন চাকরির সংকট চলছে দেশ জুড়ে, সেই মুহূর্তে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের সকল চাকরিপ্রার্থীদের জন্য রইলো খুশির খবর। মালদা জেলার ডিএম অফিসের পক্ষ থেকে জারি নির্দেশিকা সম্পর্কিত সকল প্রক্রিয়া দেওয়া রইলো নীচে। সম্প্রতি, মালদা ডিএম অফিসের তরফ থেকে একটি নির্দেশিকা জারি করা হয়েছে যার মাধ্যমে কেবল অষ্টম শ্রেণী পাসেই টুরিস্ট গাইড পদে একাধিক কর্মী নিয়োগ করা হতে চলেছে। এক্ষেত্রে কোনোরকম লিখিত পরীক্ষা ছাড়াই আপনি সুযোগ পেতে চলেছেন। আপনি যদি এই কাজের জন্য আগ্রহী হন, তাহলে নীচে দেওয়া রইলো যোগ্যতা, বয়স ও আবেদন পদ্ধতি সহ যাবতীয় তথ্য।
পদের নাম:
1. টুরিস্ট গাইড
2. ভেটেরান টুরিস্ট গাইড
পদের সংখ্যা: এক্ষেত্রে একাধিক কর্মী নিয়োগের সম্ভাবনা রয়েছে। তবে নির্দেশিকায় শূন্যপদের সংখ্যা সম্পর্কে কোনোরকম ঘোষণা করা হয়নি।
কাজের সময়সীমা: ফুল টাইম।
স্যালারি:
স্যালারি প্রসঙ্গে আপাতত কিছু জানানো হয়নি।
আবেদন মূল্য: এই পদে আবেদন করার জন্য কোনো রকম মূল্য লাগবে না।
বয়স সীমা: এক্ষেত্রে আবেদন করার জন্য বয়সসীমা নূন্যতম 18 বছর হতে হবে।
শিক্ষাগত যোগ্যতা:
এই পদে আবেদন করার জন্য আপনাকে নূন্যতম অষ্টম/মাধ্যমিক পাস হতে হবে। এক্ষেত্রে ইতিহাস, সংস্কৃত এবং পর্যটন বিষয়ে আপনার যথেষ্ট জ্ঞান থাকতে হবে এবং সেই সঙ্গে চাই তিন বছরের কাজ করার অভিজ্ঞতা।
আবেদন প্রক্রিয়া:
আপনি অনলাইন ও অফলাইন দুই মাধ্যমেই আবেদন করতে পারবেন।
অনলাইন
1.wbtourism.gov.in ওয়েবসাইটে গিয়ে নিজের নাম দিয়ে রেজিস্টার করে তারপর ফর্ম ফিলাপ করতে হবে।
2.এরপর documents দিয়ে সাবমিট করে দিন।
অফলাইন
1.wbtourism.gov.in ওয়েবসাইটে গিয়ে আবেদন ফর্ম ডাউনলোড করে সেটিকে প্রিন্ট করতে হবে।
2. এরপর ফর্ম পূরণ করে documents গুলি যুক্ত করে মালদা মহকুমা শাসকের অফিসে পাঠান।
আবেদনের তারিখ: 30/05/2022 থেকে 13/06/2022।
নিয়োগ পদ্ধতি:
কোনোরকম লিখিত পরীক্ষা ছাড়াই টুরিস্ট গাইড ও ভেটেরান টুরিস্ট গাইড পদে নিয়োগ হতে চলেছে। এক্ষেত্রে প্রশিক্ষণের মাধ্যমে নিয়োগ করা হবে। উল্লেখ্য, টুরিস্ট গাইডের ক্ষেত্রে প্রশিক্ষণের সময়সীমা 4 সপ্তাহ এবং ভেটেরান টুরিস্ট গাইডের ক্ষেত্রে এর সীমা 2 সপ্তাহ।