৩ দিন কলকাতায় চলবে না কোনও বাস? বাসযাত্রীদের জন্য জোর ধাক্কা, বিপাকে পড়ার আগেই জানুন

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ শহর কলকাতার ব্যস্ততম গণপরিবহণ ব্যবস্থাগুলির মধ্যে একটি হল বাস (Bus)। রোজ হাজার হাজার মানুষ বাসে চেপে নিজের গন্তব্যে পৌঁছন। একদিনও পরিষেবা ব্যাহত হলে চাপে পড়ে যান নিত্যযাত্রীরা। এবার সেই বাসযাত্রীদের জন্যই বড় খবর। কারণ টানা তিনদিন ধর্মঘটের (Bus Strike) ডাক দিয়েছে বেসরকারি বাস সংগঠনগুলির একাংশ। এর ফলে সাধারণ মানুষ সমস্যায় পড়তে পারে। এই নিয়ে মঙ্গলবার বৈঠক ডেকেছে রাজ্য পরিবহণ দফতর (West Bengal Transport Department)।

পরিবহণ দফতরের (West Bengal Transport Department) বৈঠকে পুলিশও যোগ দেবে

ধর্মঘটে অংশ নেওয়া বেসরকারি বাস সংগঠনগুলির বেশ কিছু দাবিদাওয়া রয়েছে। তাদের বক্তব্য, ১৫ বছরের পুরনো বাস বাতিলের সিদ্ধান্ত বাতিল করতে হবে। কারণ করোনাকালে দু’বছর বাস চলাচল হয়নি। সেই সঙ্গেই পুলিশি হয়রানি, মর্জি মতো টোল ট্যাক্স আদায় করার অভিযোগ রয়েছে। এছাড়া ডিজেলের মূল্যবৃদ্ধি সহ অন্যান্য বেশ কিছু সমস্যার সমাধান সহ মোট পাঁচ দফা দাবি রয়েছে তাদের।

দীর্ঘদিন ধরে এই দাবিগুলি জানাচ্ছেন তারা। এবার সেই সূত্রেই আগামী ২২ মে থেকে ২৪ মে অবধি বাস ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। বেঙ্গল বাস সিন্ডিকেট, জয়েন্ট কাউন্সিল অফ বাস সিন্ডিকেট (পশ্চিমবঙ্গ), ওয়েস্ট বেঙ্গল বাস মিনিবাস ওনার্স অ্যাসোসিয়েশন, ইন্টার অ্যান্ড ইন্ট্রা রিজিয়ন বাস অ্যাসোসিয়েশন ও মিনিবাস অপারেটর্স কো-অর্ডিনেশন কমিটি এই ধর্মঘটে অংশ নিচ্ছে।

আরও পড়ুনঃ আরজি কর কাণ্ডে দোষী সাব্যস্ত! ৪ মাস পর কেমন আছেন ‘ধর্ষক’ সঞ্জয়? জেলে কী কাজ করছেন?

বাস মালিকদের তরফ থেকে ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) চিঠি দেওয়া হয়েছে। জানানো হয়েছে, ২০ মে তথা মঙ্গলবারের মধ্যে তাদের দাবিদাওয়ার বিষয়ে সদর্থক পদক্ষেপ না নেওয়া হলে ২২-২৪ মে অবধি ৭২ ঘণ্টার বাস ধর্মঘট হবে। এই সময়কালে বেসরকারি বাস পরিষেবা স্তব্ধ থাকবে।

Bus West Bengal Transport Department

এই নিয়েই মঙ্গলবার পরিবহণ দফতরের (West Bengal Transport Department) সচিব সৌমিত্র মোহন একটি বৈঠক ডেকেছেন। সূত্র মারফৎ জানা যাচ্ছে, সেখানে বেসরকারি বাস সংগঠনগুলির প্রতিনিধিদের হাজির থাকতে বলে হয়েছে। ভার্চুয়ালি যোগ দেবে পুলিশ। প্রতিবাদী বাস সংগঠনগুলির দাবি, এর আগেও এই বৈঠক ডাকা হলে তা ফলপ্রসূ হয়নি। আজকের বৈঠকে কী হয় সেটাই দেখার।

Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

X