বাংলা হান্ট ডেস্কঃ ১৫ বছরের সময়সীমা বেঁধে দিয়েছিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। এর চেয়ে পুরনো হলেই ‘বাতিলে’র খাতায় চলে যাবে বাণিজ্যিক গাড়ি। এবার এই নিয়েই চিন্তাভাবনা শুরু করেছে রাজ্যের পরিবহণ দফতর (West Bengal Transport Department)। উচ্চ আদালতের তরফ থেকে ১৫ বছরের সময়সীমা বেঁধে দেওয়া হলেও তা আরও বাড়ানো যায় কিনা সেটা নিয়ে চিন্তাভাবনা করা হচ্ছে বলে খবর।
বাণিজ্যিক গাড়ির সময়সীমা বাড়ানোর কথা ভাবছে পরিবহণ দফতর (West Bengal Transport Department)!
১৫ বছরের পুরনো হয়ে গেলেই সেই বাণিজ্যিক গাড়ি থেকে বাতাসে দূষণ ছড়াচ্ছে। তাই সেগুলি বন্ধ করে দেওয়ার নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। এরপর থেকে একাধিকবার বাস মালিক সংগঠনগুলির তরফ থেকে এই সময়সীমা বৃদ্ধির দাবি জানানো হয়। এখনও এই নিয়ে উচ্চ আদালতে মামলা চলছে।
বাসমালিক সংগঠনগুলির দাবি, করোনার কারণে প্রচুর বেসরকারি বাস একপ্রকার বন্ধ ছিল। সেই কারণে ওই বাসগুলি নির্ধারিত সময়ের থেকে কম চলেছে। এবার সব দিকে নজর রেখেই বাণিজ্যিক গাড়ির সময়সীমা বাড়ানোর কথা ভাবছে রাজ্য পরিবহণ দফতর (West Bengal Transport Department)। তবে এক্ষেত্রে হাইকোর্টের নির্দেশ মেনেই সিদ্ধান্ত গ্রহণ করা হবে। পরিবহণ দফতর সূত্রে এমনটাই জানা গিয়েছে।
আরও পড়ুনঃ পুলিশের হাতে সাংবাদিক আক্রান্ত হলেও নীরব কলকাতা প্রেস ক্লাব! ভিডিও শেয়ার করে গর্জে উঠলেন শুভেন্দু
কলকাতা হাইকোর্টের নির্দেশ ছিল, কেএমডিএ (KMDA) তথা কলকাতা মিউনিসিপ্যাল ডেভেলপমেন্ট অথরিটি অঞ্চলের মধ্যে ১৫ বছরের অধিক পুরনো বাণিজ্যিক গাড়ি চালানো যাবে না। ফলে যে সকল বাণিজ্যিক গাড়ি ১৫ বছরের বেশি পুরনো হয়ে যাবে, সেগুলি বন্ধ করে দিতে হবে। বাসমালিক সংগঠনগুলির তরফ থেকে দীর্ঘদিন ধরে এই সময়সীমা বৃদ্ধির দাবি জানানো হচ্ছিল। এবার পরিবহণ দফতরও এই নিয়ে ভাবনাচিন্তা শুরু করেছে।
রাজ্য পরিবহণ দফতর (West Bengal Transport Department) সূত্রে জানা যাচ্ছে, যে সকল বাস যাত্রীদের নিরাপত্তা দিতে সক্ষম ও পরিবেশ দূষণ করে না, সেগুলির মেয়াদ বৃদ্ধি করা যেতে পারে। তবে যেগুলি এই শর্ত পূরণ করছে না, সেগুলি বাদ দেওয়া হবে। অন্যদিকে মেয়াদ বাড়ানোর কথা ভাবা হলেও, ওই বাসগুলিকে পরিবহণ দফতরের থেকে ছাড়পত্র নিতে হবে। সেটি মিললেই ওই বাস রাস্তায় নামানো যাবে।
এছাড়া প্রত্যেক ৬ মাস অন্তর বাধ্যতামূলকভাবে বাসগুলিকে ফিটনেস সার্টিফিকেট (Fitness Certificate) নিতে হবে। এত শর্তগুলি পূরণ করলেই আরও দু’বছর বাসগুলি রাস্তায় নামার অনুমতি পাবে। এই বিষয়ে পরিবহণ দফতরের একজন অফিসার বলেন, ’১৫ বছরের সময়সীমা পেরিয়ে যাওয়া বাসগুলিকে সর্বাধিক দু’বছর বাড়তি সময় দেওয়া যেতে পারে। বাসগুলিকে ১৭ বছর অবধি চালানোর অনুমতি দেওয়া হতে পারে’।
আরও পড়ুনঃ কৃষক বিদ্রোহ, নীল বিদ্রোহের মতো শিক্ষক বিদ্রোহ হবে! চাকরি বাতিল হতেই বিরাট হুঁশিয়ারি শিক্ষকদের
তবে এই মেয়াদ উত্তীর্ণ বাসগুলি যাতে রাস্তায় নামানো যায়, সেই জন্য হাইকোর্ট থেকে অনুমতি নেওয়া হবে। তবে উচ্চ আদালতের এই অনুমতি দেবে কিনা সেই প্রশ্ন রয়েই গিয়েছে। এদিকে সূত্র মারফৎ জানা যাচ্ছে, ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও এই বিষয়ে জানানো হয়েছে। রাজ্যের পরিবহণ (West Bengal Transport Department) মন্ত্রী সহ অফিসারদের যথাযথ পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।