বিরাট সুখবর! মমতার নির্দেশে শুরু হচ্ছে বিপুল নিয়োগ! কোন কোন পদে?

বাংলা হান্ট ডেস্কঃ বর্তমান সময়ে একটা কাজ জোগাড় করা হাতে চাঁদ পাওয়ার মতো হয়ে গিয়েছে। হন্যে হয়ে খোঁজার পরেও কাজ পাচ্ছেন না অনেকে। এই আবহে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) নির্দেশ মতো বিপুল নিয়োগ করতে চলেছে পরিবহণ দফতর (West Bengal Transport Department)। ইতিমধ্যেই এই নিয়োগের প্রস্তাবে অর্থ দফতর (West Bengal Finance Department) শিলমোহর দিয়ে দিয়েছে বলে খবর।

কোন কোন পদে কর্মী নিয়োগ হবে (West Bengal Transport Department)?

সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্ন যাওয়ার পথে দেখেছিলেন, বাসের জন্য রাস্তায় দাঁড়িয়ে রয়েছেন বহু মানুষ। এরপরেই প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রীর কাছে ধমক খান রাজ্যের পরিবহণমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী। এরপর যাত্রীদের অভিজ্ঞতার কথা জানতে রাস্তায় নামেন তিনি। এই আবহে জানা যাচ্ছে, যাত্রীদের দাবি ও মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুযায়ী আরও বেশি সংখ্যক বাস নামাতে উদ্যোগী পরিবহণ দফতর। সেই কারণে বাস চালক ও কন্ডাক্টর পদে ৯০০ জন অস্থায়ী কর্মী নিয়োগ করা হতে চলেছে।

নবান্ন সূত্রে জানা যাচ্ছে, রাস্তায় যাতে আরও বেশি সরকারি বাস নামানো যায় সেই কারণে ৪৫০ জন বাস চালক ও সমসংখ্যক কন্ডাক্টর পদে কর্মী নিয়োগ করবে পরিবহণ দফতর (West Bengal Transport Department)। ইতিমধ্যেই এই নিয়োগের প্রস্তাবে শিলমোহর দিয়ে দিয়েছে অর্থ দফতর। মন্ত্রিসভার পরবর্তী বৈঠকে তা অনুমোদন করিয়ে নেওয়া হবে। এরপরেই শুরু হবে এই দুই পদে নিয়োগ প্রক্রিয়া।

আরও পড়ুনঃ ‘আগের রায়ে…’! সমলিঙ্গ বিয়েতে মিলল আইনি স্বীকৃতি? কী জানাল সুপ্রিম কোর্ট

এখানেই শেষ নয়! জানা যাচ্ছে, যাত্রীদের সুবিধার খাতিরে ২০০টি নতুন সিএনজি বাস রাস্তায় নামতে চলেছে। বাস যাত্রীদের দুর্ভোগের কথা জানতে পারার পর মুখ্যমন্ত্রী এই নির্দেশ দেন বলে খবর। এবার সেই নির্দেশই বাস্তবায়িত করা হচ্ছে। রাস্তায় আরও বেশি সংখ্যক বাস নামলে যাত্রীদের আর রাস্তায় দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকতে হবে না। সেই সঙ্গেই বাসের সংখ্যা বৃদ্ধি পেলে রাত অবধি বাস পাবেন নিত্যযাত্রীরা।

West Bengal Transport Department new initiative to boost public bus service

এছাড়াও জানা যাচ্ছে, রাজ্য সরকার (Government of West Bengal) চায় রাস্তায় আরও বেশি সংখ্যক সরকারি বাস থাকুক। এবার সেটাই চেষ্টা করছে পরিবহণ দফতর ও পরিবহণমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী। বাসের ট্রিপের সংখ্যা যদি বৃদ্ধি করা হয়, তাহলে তার প্রভাব রাস্তাতেও পড়বে। তবে সেখানে পর্যাপ্ত সংখ্যক কর্মীর অভাব রয়েছে। সেই জন্যই বাস চালক ও কন্ডাক্টর পদে এই বিপুল সংখ্যক কর্মী নিয়োগের সিদ্ধান্ত।

জানা যাচ্ছে, এই নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতো শীঘ্রই মোটা অর্থ পেতে চলেছে পরিবহণ দফতর (West Bengal Transport Department)। সেই টাকা কোন খাতে খরচ করা হবে সেটাও ইতিমধ্যে জানা গিয়েছে। রিপোর্ট বলছে, এই টাকা দিয়ে বসে যাওয়া নন এসি ও এসি বাসের মেরামতি করা হবে। এরপর সেই বাস ফের রাস্তায় নামানো হবে।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর