বিল্ডিং প্ল্যান অনুমোদনের নিয়ম পরিবর্তন! বড় সিদ্ধান্তের পথে রাজ্য, ছোট্ট ভুলেই হতে পারে স্বপ্নভঙ্গ

বাংলা হান্ট ডেস্কঃ বেআইনি নির্মাণ নিয়ে একাধিকবার আদালতের প্রশ্নের মুখে পড়েছে রাজ্য সরকার। সাম্প্রতিক সময়ে একের পর এক দুর্ঘটনা ঘটেছে। তাতে রাশ টানতেই এবার নিয়ম পরিবর্তন। এবারে বিল্ডিং প্ল্যান অনুমোদন নিয়ে বড়সড় সিদ্ধান্তের পথে রাজ্য (Government of West Bengal)। ২০২৫ সালের শুরু থেকে রাজ্যের পুরসভা এলাকায় বিল্ডিং প্ল্যানের (Building Plan) অনুমোদন মিলবে শুধুমাত্র অনলাইনে। অফলাইন পুরোপুরি বন্ধ হয়ে যাবে। যুগের সাথে তাল মিলিয়ে অবৈধ নির্মাণে লাগাম দিতেই এবারে সম্পূর্ণ অনলাইন মাধ্যমে হাঁটতে চলেছে পশ্চিমবঙ্গ সরকার।

এতদিন পুরসভায় গিয়ে বিল্ডিং প্ল্যানের আবেদন করা ও তার অনুমোদন করিয়ে আনা যেত। এ বার থেকে তা আর হবে না। পুরোনো ব্যবস্থায় সম্পূর্ণ বদল হতে চলেছে। জানা যাচ্ছে এর পেছনে একাধিক কারণে রয়েছে। ২০২১ সালের শেষ থেকে বাংলায় অনলাইনে বিল্ডিং প্ল্যান অনুমোদনের পরিষেবা চালু হলেও এখনও বেশিরভাগ পুরসভাতেই সেই অফলাইনে বিল্ডিং প্ল্যান অনুমোদন পাচ্ছে। প্রশাসনের মতে এভাবে চললে অবৈধ নির্মাণ ও দালাল দুইয়ের প্রবণতা থেকে যাচ্ছে। তাই গোটা প্রক্রিয়ায় স্বচ্ছতা আনতেই এই পথে হাঁটছে পশ্চিমবঙ্গ সরকার।

সচ্ছাতা নিয়ে যাতে কোনো প্রশ্ন না থাকে সেই লক্ষ্যেই ইউ পদক্ষেপ। অফলাইনে অনুমোদনের ক্ষেত্রে নিয়মের ফাঁকে এক শ্রেণিকে কিছু অন্যায্য সুবিধা পাইয়ে দেওয়ার যে চক্র চলে তা বন্ধ করতে চাইছে প্রশাসন। এছাড়া অনলাইনে অনুমোদনের ক্ষেত্রে বেশ কিছু সুবিধা মেলে যা অফলাইনের ক্ষেত্রে মেলে না। যেমন, অনলাইনে পাওয়া বিল্ডিং প্ল্যানের শংসাপত্রে কিউআর কোড দেওয়া থাকে। যা অফলাইনে থাকে না।

Nabanna Government of West Bengal

আরও পড়ুন: সরকারি কর্মীদের জন্য ৫ শতাংশ DA বৃদ্ধির ঘোষণা রাজ্যের, সরকারি কোষাগারে ৫০০ কোটির ধাক্কা

এদিকে বিল্ডিং প্ল্যানের আবেদনের জন্য পুরসভায় গিয়ে ঘণ্টার পর ঘণ্টার দাঁড়িয়ে থাকার ঝক্কিও কমবে। পুর ও নগরোন্নয়ন দপ্তর সূত্রে খবর, আগামী বছরের জানুয়ারি থেকেই রাজ্যজুড়ে প্রত্যেকটি পুরসভায় অফলাইনে বিল্ডিং প্ল্যান সংক্রান্ত যাবতীয় কাজ বন্ধ করে দেওয়া হবে। সব কিছু হবে অনলাইনে। এককথায় এক্ষেত্রে অফলাইন বিষয়টি ‘বেআইনি’ বলে গণ্য হবে। এরপর ধীরে ধীরে আগামী বছরের এপ্রিল থেকে পঞ্চায়েত এলাকাতেও এই অনলাইন ব্যবস্থা চালু হবে বলে সূত্রের খবর।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর