সুপ্রিম কোর্টের নতুন বেঞ্চে গেল DA মামলা, পরবর্তী শুনানি নিয়ে বড় আপডেট সামনে

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ তারিখ পে তারিখ। গত আড়াই বছর ধরে প্রায় ১৭ বার ডিএ (Dearness Allowance) মামলাটির শুনানি পিছিয়েছে সুপ্রিম কোর্টে। আগামী বুধবার (১৪ মে) সর্বোচ্চ আদালতে ডিএ মামলা (DA Case) উঠবে বলে জানানো হয়েছিল। সেই নিয়ে সরকারি কর্মীরা আশায় বুক বাধঁতে শুরু করেছে। এরই মাঝে অনিশ্চয়তা।

DA মামলা নিয়ে ফের খারাপ খবর? Dearness Allowance

রাজ্যের ডিএ বা মহার্ঘ ভাতার মামলার ফের এজলাস বদল। ফের একবার নতুন বেঞ্চে গেল ডিএ মামলা। সুপ্রিম কোর্ট সূত্রে জানা গিয়েছে, বিচারপতি সঞ্জয় করোল এবং বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চে ডিএ মামলাটি তালিকাভুক্ত হয়েছে। এজলাস পরিবর্তন হতেই মামলার শুনানি নিয়ে অনিশ্চয়তা রয়েছে।

সুপ্রিম কোর্টের কজলিস্টে জানানো হয়েছে শীর্ষ আদালতের ১৫ নম্বর কক্ষে বিচারপতি সঞ্জয় কারোল এবং বিচারপতি মনোজ মিশ্রের ডিভিশন বেঞ্চে রাজ্য সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা সংক্রান্ত মামলাটি উঠতে চলেছে। যার সিরিয়াল নম্বর রয়েছে ৪০। বুধবার দুপুর দুটোয় বকেয়া ডিএ মামলাটি শোনার কথা ছিল। কিন্তু নতুন বেঞ্চে মামলা যেতেই পরিবর্তন।

দেখা যাচ্ছে ডিএ মামলা তালিকার প্রায় শেষে রয়েছে। যদি ক্রমতালিকা মেনে শুনানি হয় তাহলে ফের পিছিয়ে ডিএ মামলার শুনানি পিছিয়ে যাওয়ায় সম্ভাবনা থাকছে। দ্বিতীয় বার মামলাটির এজলাস পরিবর্তন করা হয়েছে। সুপ্রিম কোর্টের নতুন তালিকা অনুযায়ী মামলাটি ৫ নম্বর কোর্ট থেকে ১৫ নম্বর কোর্টে পাঠানো হয়েছে।

ভিডিও দেখুন: https://youtu.be/UEqTNFwrhgk?si=t4wsEmdcESxdtBtk

তবে এজলাস পরিবর্তন হলেও মামলার শুনানি নিয়ে আশাবাদী রাজ্য সরকারি কর্মচারীদের আইনজীবীরা। এই নিয়ে আইনজীবী বিক্রম বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘শুধুমাত্র এজলাস পরিবর্তন হয়েছে। আগের বেঞ্চে বিচারপতি করোল ছিলেন। এই বেঞ্চেও তিনি রয়েছেন। ” ১৪ মে দুপুরে শুনানি হবে বলে আশাবাদী তিনি।

আরও পড়ুন: সংঘর্ষে ‘নাটকীয় মোড়’ এর আশঙ্কা, মোদীকে ফোন করতেই পাকিস্তান নিয়ে কড়া জবাব আমেরিকাকে! কী হয়েছিল ৯ মে রাতে?

এদিকে ডিএ মামলার পরবর্তী শুনানি নিয়ে কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় জানিয়েছেন, বুধবার দুপুর দুটোয় বকেয়া ডিএ মামলাটি শোনার কথা আছে। সেই মামলা শোনার জন্য মোটামুটি ৫৫ মিনিট মতো সময় থাকবে। কারণ দুপুর তিনটে থেকে বিকেল চারটে পর্যন্ত একটি স্পেশাল বেঞ্চে অন্য মামলা শুনবেন বিচারপতি কারোল। তাই অনুমান করা হচ্ছে এই মামলার জন্য ৫৫ মিনিট পর্যন্ত সময় থাকবে। আগামী শুনানিতে এই মামলার ফয়সালা হয়ে যেতে পারে বলে আশাবাদী তিনি।

Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

X