বদলে গেল সব নিয়ম! উচ্চ মাধ্যমিক সংসদের বিরাট পদক্ষেপ, চাপ বাড়বে?

বাংলা হান্ট ডেস্কঃ মাধ্যমিক হোক কিংবা উচ্চমাধ্যমিক বিগত কয়েক বছরে পশ্চিমবঙ্গ (West Bengal) জুড়ে অবিশ্বাস্য হারে বেড়েই চলেছে প্রশ্নপত্র ফাঁসের ঘটনা। কড়াকড়ি করেও কোনো লাভ হয়নি আখেরে। সমস্ত নিরাপত্তার ফাঁকফোকর গলেই হু হু করে ফাঁস হয়েছে প্রশ্নপত্র। তবে এবার প্রশ্নপত্র ফাঁস রুখতে মধ্যশিক্ষা পর্ষদের পথেই হাঁটছে পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ।

পশ্চিমবঙ্গে (West Bengal) উচ্চ মাধ্যমিক সংসদের বিরাট পদক্ষেপ

তাই এবার  রাজ্যের (West Bengal) উচ্চমাধ্যমিক পরীক্ষার প্রশ্নপত্র সংক্রান্ত বিষয়েও আসতে চলেছে এক নতুন নিয়ম। সাধারণত পুরনো নিয়মে এত দিন সংসদ থেকে বিভিন্ন ধাপ পেরিয়ে তবেই পরীক্ষার হলে এসে পৌঁছত প্রশ্নপত্র। তবে এবার আসন্ন উচ্চ মাধ্যমিক পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস রুখতে মাঝের সেই ধাপগুলিই সরিয়ে দেওয়া হয়েছে বলেই জানিয়েছেন সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য।

নিয়ম মেনে এতদিন, সংসদ থেকে প্রশ্নপত্র সোজা পরীক্ষাকেন্দ্রে সুপারভাইজ়ারের ঘরে পৌঁছে যেত। পরীক্ষা শুরু হওয়ার ৪৫ মিনিট আগে প্রশ্নপত্রের সিল খুলতেন সপারভাইজ়ারই। তারপর আবার সিল করে প্রশ্নপত্র পাঠানো হত পরীক্ষার হলে। এদিন সংসদ সভাপতি জানিয়েছেন নতুন নিয়মে প্রশ্নপত্রের সিল খোলা হবে পরীক্ষাহলে ঠিক পরীক্ষা শুরুর মুহূর্তে ছাত্রছাত্রীদের সামনেই।

পরীক্ষা যাতে সুষ্ঠু ভাবে সম্পন্ন হয়, তা নিশ্চিত করতেই জেলায় জেলায় গিয়ে বৈঠক করছেন চিরঞ্জীব। সেই সূত্রেই বৃহস্পতিবার মালদহ টাউনেও  গিয়েছিলেন তিনি। সেখানে বৈঠক শেষে তিনি জানিয়েছেন, এ বার প্রতিটি পরীক্ষাকেন্দ্রেই মেটাল ডিটেক্টরের ব্যবস্থা থাকবে। একইসঙ্গে প্রশ্নপত্র ফাঁস রুখতে থাকবে বারকোড, সিরিয়াল নম্বরসহ কিউআর কোডের ব্যবস্থাও।

আরও পড়ুন: এবার চাওয়া নয়, হবে আদায়! DA পেতে এবার বিরাট পদক্ষেপ বাংলার সরকারি কর্মীদের, তোলপাড়

গত বছর থেকেই, সর্বভারতীয় প্রতিযোগিতা মূলক পরীক্ষার ধাঁচে উচ্চ মাধ্যমিকের প্রশ্নপত্রে ‘ইউনিক সিরিয়াল নম্বর’ চালু হয়েছে। এতে অপরাধীদের নাগাল পাওয়া অনেক সহজ হয়। আসলে এই ব্যবস্থায় প্রশ্নপত্রের উপরে ডান দিকে একটি সিরিয়াল নম্বর থাকে। ওই একই নম্বর উত্তরপত্রেও একটি নির্দিষ্ট জায়গায় লিখতে হয় পরীক্ষার্থীদের।

West Bengal

পরীক্ষা শুরুর আগেই এই বিষয়টি পরীক্ষার্থীদের বুঝিয়ে দেওয়া হয়। সংসদের নির্দেশ, মেনেই পরীক্ষাকেন্দ্রের পরিদর্শকরা (ইনভিজ়িলেটর) উত্তরপত্রে  সই করার সময় ভাল করে মিলিয়ে নেবেন সিরিয়াল নম্বর উত্তরপত্রে রয়েছে কি না এবং সেটি ঠিক লেখা হয়েছে কি না।

Anita Dutta
Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর