বঙ্গোপসাগরে তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত! আগামী 24 ঘন্টায় রাজ্যজুড়ে হতে চলেছে বৃষ্টিপাত, বইবে ঝোড়ো হাওয়া

তীব্র দাবদাহের মধ্যেই গত সপ্তাহের শেষের দিকে বৃষ্টিতে ভিজেছে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলা। এরপরই কলকাতা ও তার সংলগ্ন অঞ্চলে ঝোড়ো হাওয়ার সাথে বৃষ্টি নামার ফলে কিছুটা স্বস্তি পায় সকল বঙ্গবাসী আর এবার বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত সৃষ্টি হওয়ার ফলে বৃষ্টিপাতের সম্ভাবনা জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর।

বেশ কিছুদিন ধরেই দক্ষিণ আন্দামান সাগরে ঘূর্ণাবর্ত তৈরির সম্ভাবনা জাহির করা হচ্ছিলো আর এদিন আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, ইতিমধ্যে সেই ঘূর্ণাবর্ত সৃষ্টি হয়েছে। তাদের মতে, ঘূর্ণাবর্তটি আগামী শুক্রবারের মধ্যে দক্ষিণ আন্দামান সাগর এবং দক্ষিণ বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের রূপ ধারণ করবে। এরপর এটি আরো শক্তিশালী হয়ে উত্তর এবং উত্তর-পশ্চিম দিকে এগোতে থাকবে বলে জানা গিয়েছে। বর্তমানে ঘূর্ণাবর্তটি উড়িষ্যা উপকূলের দিকে মুখ করে রয়েছে। তবে সময়ের সাথে সাথে এই সম্পর্কে আরও স্পষ্ট ধারণা পাওয়া যাবে বলে মত আবহাওয়া দপ্তরের।

আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে আগামী শনিবার পর্যন্ত ঝোড়ো হাওয়ার সাথে ভারী এবং অতি ভারী বৃষ্টির সম্ভাবনা জারি করা হয়েছে।

দক্ষিণবঙ্গে কেমন থাকবে আবহাওয়া?
আবহাওয়া দপ্তরের মতে, এই ঘূর্ণাবর্তের কারণে আগামী 24 ঘণ্টায় উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের সব এলাকাতেই মাঝারি থেকে ভারি বৃষ্টিপাত হতে পারে, সঙ্গে বইবে ঝোড়ো হাওয়া। বৃষ্টিপাতের পরিমাণ আগামী শুক্রবার থেকে কিছুটা কমলেও বজ্রবিদ্যুৎ সহ হালকা ও মাঝারি বৃষ্টির সাক্ষী থাকতে চলেছে বেশ কিছু অঞ্চল। তাপমাত্রাও নিয়ন্ত্রণে থাকবে বলে জানা গিয়েছে।

আজকের আবহাওয়া কেমন রয়েছে
বুধবার সকাল থেকে কলকাতার বেশ কিছু অঞ্চলে মেঘলা ভাব বজায় রয়েছে। কখনো কখনো রোদের দেখা মিললেও আকাশে মেঘ থাকার কারণে আদ্রতার পরিস্থিতি বজায় থেকেছে। ফলে যেকোন মুহূর্তে মাঝারি থেকে ভারি বৃষ্টিপাত নামতে পারে বলে সর্তকতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর।

Sayan Das

সম্পর্কিত খবর