কয়েকঘণ্টার মধ্যে এই তিন জেলায় নামতে চলেছে প্রবল বৃষ্টি, ভেস্তে যেতে পারে IPL ম্যাচও

বাংলা হান্ট ডেস্কঃ প্রবল দাবদাহকে দূরে সরিয়ে রেখে কয়েকদিন ধরেই বাংলার একাধিক প্রান্ত বৃষ্টিপাতের সাক্ষী থেকেছে আর আজ ফের একবার কালবৈশাখী ঝড় সহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা জারি করল আলিপুর আবহাওয়া দফতর। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, আর এক থেকে দুই ঘণ্টার মধ্যেই বৃষ্টিপাতের ছোঁয়া পেতে চলেছে বীরভূম, নদীয়া এবং পূর্ব বর্ধমান জেলা। এই সকল জেলায় 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝড়ের পাশাপাশি ভারী বৃষ্টিপাত হবে বলে জানা গিয়েছে। এছাড়াও কলকাতা এবং তার পার্শ্ববর্তী এলাকাতেও কালবৈশাখী ঝড় সহ মাঝারি থেকে ভারি বৃষ্টিপাত হতে পারে বলে পূর্বাভাস হাওয়া অফিসের।

উল্লেখ্য, গতকাল এবং আজ দুদিন ব্যাপী আইপিএলের গুরুত্বপূর্ণ ম্যাচ আয়োজন করার দায়িত্ব পায় ইডেন গার্ডেন্স। প্রসঙ্গত, এই দুদিন ধরেই ঝড় বৃষ্টির পূর্বাভাস  দেওয়া হয়। যদিও গতকাল কলকাতায় বৃষ্টি না হওয়ার ফলে নির্বিঘ্নে আয়োজিত হয় এই ম্যাচ; তবে আজ ম্যাচের পূর্বে আবহাওয়া দফতরের এহেন পূর্বাভাস ক্রিকেটপ্রেমীদের যে দুশ্চিন্তায় ফেলবে, তা বলা বাহুল্য।

এদিন দুপুরে নির্দেশিকা জারি করে আলিপুর আবহাওয়া দফতর জানায়, “দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আজ কালবৈশাখী ঝড় সহ মাঝারি থেকে ভারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। আগামী 48 ঘন্টায় বাংলার সর্বত্রই ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিকেল এবং সন্ধ্যের সময় ঝড়ো হাওয়ার সাথে প্রবল বৃষ্টিপাতের সাক্ষী থাকতে চলেছে দক্ষিণবঙ্গের প্রতিটি জেলা। তবে বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদের মতো জেলায় এর মাত্রা থাকবে বেশি! এইসকল জেলাগুলিতে ঘণ্টায় 50 থেকে 60 কিলোমিটার বেগে ঝড়ের সাথে ভারী বৃষ্টিপাত হতে পারে।”

হাওয়া অফিসের মতে, আজ দক্ষিণবঙ্গের অন্যান্য জেলা এবং কলকাতা সহ তার পার্শ্ববর্তী এলাকায় 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে এবং এর সাথে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সাক্ষী থাকবে বঙ্গবাসী। বৃহস্পতিবার থেকে বৃষ্টিপাত কিছুটা কমতে পারে বলে জানিয়েছে তারা। তবে দক্ষিণবঙ্গে এর পরিমাণ কমলেও সপ্তাহের শেষ দিক থেকে আবার উত্তরবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণ বাড়তে পারে। এক্ষেত্রে দার্জিলিং, কোচবিহার ও জলপাইগুড়ির মত জেলাগুলিতে ভারী বৃষ্টিপাত হতে চলেছে বলে পূর্বাভাস আবহাওয়া দফতরের।


Sayan Das

সম্পর্কিত খবর