গুমোট গরম বাংলা জুড়ে, দক্ষিণবঙ্গে কবে নামবে স্বস্তির বৃষ্টি ?

বাংলা হান্ট ডেস্কঃ গত শুক্রবার বঙ্গে বর্ষা প্রবেশ করলেও তা এখনো পর্যন্ত উত্তরবঙ্গেই আটকে রয়েছে। ফলে উত্তরবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকলেও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বজায় থাকবে আর্দ্রতা জনিত অস্বস্তি। তবে আজ বিকালের দিকে কলকাতা ও তার পার্শ্ববর্তী এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। উল্লেখ্য, বেশ কয়েকদিন ধরেই গুমোট ভাব বজায় রয়েছে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। কবে এখানে বর্ষা প্রবেশ করবে, সে বিষয়ে কোনো স্পষ্ট ধারণা মেলেনি। আগামী কয়েকদিনও পরিস্থিতির উন্নতি হবে না বলে জানিয়েছে হাওয়া অফিস।

সর্বোচ্চ তাপমাত্রা : ৩৫° সেলসিয়াস
সর্বনিম্ন তাপমাত্রা : ২৯.১° সেলসিয়াস
আর্দ্রতা : ৮০%
বাতাস : ২৩.৩ কিমি/ঘন্টা
মেঘে ঢাকা : ৬০%

আজকের আবহাওয়া
সকাল থেকেই কলকাতার আকাশ আংশিক মেঘলা। মাঝেমধ্যে রোদের দেখা মিলেছে; তবে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ অনেকখানি বেশি হওয়ায় অস্বস্তিকর আবহাওয়া অনুভূত হবে। উল্লেখ্য, গত শুক্রবার বঙ্গে প্রবেশ করেছে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু। তবে বর্তমানে এটি উত্তরবঙ্গে অবস্থান করে চলেছে আর সেই কারণেই শহরে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হওয়া ছাড়া ভারী কিংবা অতিভারী বৃষ্টির কোন সম্ভাবনা নেই। আলিপুর আবহাওয়া দফতরের মতে, আজ কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৯ ডিগ্রির আশেপাশে থাকবে। গতকাল কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫.১ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে ১ ডিগ্রি বেশি। আজ শহরের সর্বনিম্ন তাপমাত্রা ২৯.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রী বেশি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ সর্বনিম্ন ৫৮ থেকে সর্বোচ্চ ৮৬% মধ্যে থাকতে পারে। তবে বিকেলের পর থেকে দক্ষিণবঙ্গের কোন কোন স্থানে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

উত্তর ও দক্ষিণ বঙ্গের আবহাওয়া
দক্ষিনবঙ্গে মৌসুমি বায়ু এসে না পৌঁছানোয় আবহাওয়া পরিবর্তনের সম্ভাবনা একপ্রকার নেই বললেই চলে। কলকাতা এবং তার পার্শ্ববর্তী জেলাগুলিতেও আজ বিকালের দিকে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হতে পারে। তবে একইসঙ্গেনগুমোট গরম ভোগ করতে চলেছে শহরবাসী। হাওয়া অফিস জানিয়েছে, আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তবে আগামী দুদিন উত্তরবঙ্গ লাগোয়া কিছু জেলা যেমন নদীয়া, মুর্শিদাবাদ ও পশ্চিম বর্ধমানে বৃষ্টিপাতের সাক্ষী থাকবে মানুষ।

উত্তরবঙ্গের পরিবেশ সম্পূর্ণ ভিন্ন। গত শুক্রবার থেকে সেখানে বিরাজ করছে বর্ষা আর সেই কারণেই আগামী পাঁচ দিনে উত্তরবঙ্গের একাধিক জেলা যেমন দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারের মতো স্থানগুলিতে ভারী বৃষ্টিপাত হতে চলেছে। মালদা এবং দুই দিনাজপুরেও মাঝারি বৃষ্টি হবে বলে জানায় হাওয়া অফিস। তবে এরমাঝেই আবার জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহার, এই তিন জেলায় অতি ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে।

আগামীকালের আবহাওয়া 
আগামীকাল উত্তরবঙ্গের একাধিক জেলাগুলিতে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ুর কারণে বৃষ্টিপাতের পরিমাণ আরো বাড়তে পারে। তবে দক্ষিণবঙ্গে এক্ষেত্রে  ভারী বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। অস্বস্তিকর আবহাওয়া থাকার পাশাপাশি বিকেলের পর থেকে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস।

Avatar
Sayan Das

সম্পর্কিত খবর