বাংলা হান্ট ডেস্ক: চলতি সপ্তাহেই জাঁকিয়ে ঠান্ডা পড়বে উত্তর (North Bengal) দক্ষিণ (South Bengal) দুই বঙ্গেই। ইতিমধ্যেই রাজ্যজুড়ে শীতের আমেজ। ভোর হোক বা রাত শিরশিরানি কিন্তু বেশ অনুভব হচ্ছে। ডিসেম্বর আসতে হাতে মাত্র কিছুদিন। তাহলে পাকাপাকি শীত (Winter) কবে পড়ছে বাংলায়? কী জানাচ্ছে আবহাওয়া দপ্তর?
ফুঁসছে জোড়া ঘূর্ণাবর্ত
IMD-র আপডেট অনুযায়ী, বঙ্গোপসাগরে জোড়া ঘূর্ণাবর্ত (Two Cyclonic Circulations in Bay of Bengal) তৈরি হয়েছে। তবে এই ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হবে কী না সেই নিয়ে কিছু জানায়নি আবহাওয়া অফিস। মৌসম ভবন সূত্রে খবর, একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে আন্দামান সাগর সংলগ্ন দক্ষিণ-পূর্ব বঙ্গোপাসগারে এবং অন্যটি অবস্থান করছে দক্ষিণ বঙ্গোপসাগরের কোরোমিন অঞ্চলে।
আরও পড়ুন: আজকের রাশিফল ২২ নভেম্বর, ব্যবসায় মালামাল হবে এই তিন রাশি
দক্ষিণবঙ্গের আবহাওয়া (South Bengal Weather)
ওদিকে আবহাওয়া দফতর সূত্রে খবর, চলতি সপ্তাহেই তাপমাত্রার পারদ নামতে শুরু করবে দক্ষিণবঙ্গে। ২০ ডিগ্রির পাশাপাশি আসতে পারে তাপমাত্রা। পশ্চিমের জেলাগুলিতে বর্তমানে ২০ ডিগ্রির নীচে রয়েছে তাপমাত্রা। শনি রবিবারের মধ্যে এই জেলাগুলিতে ১৫ ডিগ্রিতে পৌঁছবে তাপমাত্রা। ঠান্ডা উত্তুরে হাওয়া ঢুকতে শুরু করেছে রাজ্যে।
বৃষ্টি কী হবে?
আবহাওয়া অফিসের পূর্বাভাস, আগামী ৪-৫ দিন দক্ষিণবঙ্গের (South Bengal) সমস্ত জেলার আবহাওয়াই শুষ্ক থাকবে। কোনও জেলায় আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। কলকাতার আবহাওয়াও শুষ্কই থাকবে চলতি সপ্তাহে।
মহানগরীর আবহাওয়া (Kolkata Weather)
ভোরের দিকে ভালো ঠান্ডা অনুভূত হচ্ছে তিলোত্তমায়। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, চলতি সপ্তাহেই কলকাতার তাপমাত্রা কুড়ি ডিগ্রির নিচে নামতে পারে। উইকএন্ডে কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ১৮ ডিগ্রিতে পৌঁছতে পারে।
উত্তরবঙ্গের আবহাওয়া (North Bengal Weather)
আজ উত্তরবঙ্গের দুই জেলাতে বৃষ্টির সম্ভাবনা আছে। উত্তরবঙ্গের (North Bengal) দার্জিলিং এবং কালিম্পং জেলায় বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। ভারী বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই। তাপমাত্রার উল্লেখযোগ্য কোনও পরিবর্তন লক্ষ্য করা যাবে না।