বেরোনোর আগে সাবধান! দক্ষিণবঙ্গে ঝেঁপে আসবে বৃষ্টি, কোথায় কোথায় সতর্কতা? আবহাওয়ার খবর

বাংলা হান্ট ডেস্ক: কম-বেশি বৃষ্টি হচ্ছে কলকাতা (Kolkata) সহ গোটা দক্ষিণবঙ্গে (South Bengal)। তবে ঘাটতি এখনও মেটেনি। এরই মধ্যে আলিপুর আবহাওয়া অফিসের (Alipore weather department) খবর, বঙ্গোপসাগরে তৈরি হয়েছে একটি ঘূর্ণাবর্ত আবার পশ্চিমী ঝঞ্ঝা। যদিও তার জেরে এ রাজ্যে ভারী বর্ষণের কোনও সম্ভাবনা নেই। আগামী চার-পাঁচ দিন গোটা রাজ্যেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।

তবে উপকূল সংলগ্ন জেলাগুলিতে বেশি পরিমাণে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সপ্তাহ জুড়ে মাঝে মধ্যেই দুপুরের দিকে কলকাতা সহ সংলগ্ন এলাকায় প্রবল বর্ষণ দেখা যাচ্ছে। যদিও তা দীর্ঘস্থায়ী হচ্ছে না। তবে জোড়া নিম্নচাপের জেরে দক্ষিণবঙ্গের একাধিক জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি হতে পারে।

বৃহস্পতিতে হাওড়ায় ঝোড়ো হাওয়া সমেত বৃষ্টিপাত হতে পারে বলে আবহাওয়ার পূর্বাভাসে (Weather Forecast) জানানো হয়েছে। তবে বিক্ষিপ্ত বৃষ্টির কারণে দক্ষিণবঙ্গে কিছুটা হলেও তাপমাত্রা নেমেছে। নিম্নচাপের জেরে বাড়ছে ঝড় বৃষ্টির সম্ভাবনা। আবহাওয়া দফতর জানিয়েছে, ২৭ জুলাই বৃহস্পতিবার থেকে বৃষ্টির পরিমান সামান্য বাড়তে পারে।

মহানগরী সহ পূর্ব মেদিনীপুর , হাওড়া , হুগলি , পুরুলিয়া , ঝাড়গ্রাম , পশ্চিম মেদিনীপুর , বাঁকুড়া , পশ্চিম বর্ধমান , পূর্ব বর্ধমান , বীরভূম , মুর্শিদাবাদ , নদিয়ায় বজ্রপাত সহ মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে। বৃষ্টির প্রবল তাণ্ডব না চললেও আগামী দু-তিন দিন হালকা ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

হাওয়া অফিস জানিয়েছে, আগামী চার-পাঁচ দিন গোটা রাজ্যেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। অন্যদিকে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনা জেলার কিছু অংশে। উপকূল সংলগ্ন জেলাগুলিতে বেশি পরিমাণে বৃষ্টির সম্ভাবনা আছে। যদিও এতে তাপমাত্রার বিশেষ কোনও পরিবর্তন হবে না।

weather

আবহাওয়া দফতর সূত্রে খবর, বৃষ্টির পাশাপাশি দক্ষিণবঙ্গের কোনও কোনও জায়গায় বজ্রবিদ্যুত সহ বৃষ্টিও হতে পারে। তবে থাকবে আর্দ্রতাজনিত অস্বস্তি। তবে গোটা সপ্তাহে দক্ষিণের পুরুলিয়া জেলাতে প্রবল ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে অন্যান্য জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা তেমন নেই।

যদিও স্বস্তির খবর রয়েছে উত্তরবঙ্গবাসীর জন্য। গত একমাস যাবৎ অতি বর্ষণের জেরে বেহাল দশা উত্তরের। তবে আবহাওয়া দফতর জানিয়েছে আপাতত বৃষ্টির পরিমাণ কমবে উত্তরবঙ্গে। শুধুমাত্র জলপাইগুড়ি , কোচবিহার ও আলিপুরদুয়ার এই তিন জেলায় বিক্ষিপ্ত ভাবে ভারী বৃষ্টি হতে পারে। তাছাড়া উত্তরবঙ্গের বাকি জেলা গুলিতে কমবে বৃষ্টি।

 

 

 

 

 

 

 


Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর