বাংলা হান্ট ডেস্ক: বিগত দু-তিন দিন ধরেই কলকাতা (Kolkata) সহ দক্ষিণবঙ্গে (South Bengal) বৃষ্টির দেখা মিলেছে। গতকাল ২১ জুলাইয়ে ভারী বৃষ্টিতে ভিজেছে নগরী সহ একাধিক জায়গা। যদিও তাতে সূর্যের ঝাঁজ কমেনি। আলিপুর আবহাওয়া অফিসের (Alipore weather department) পূর্বাভাস, আজও বৃষ্টির দাপট বহাল থাকবে দক্ষিণে। সঙ্গে দোসর হবে বজ্রপাত।
গতকালের মত আজও উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ায় বজ্রপাত সহ মাঝারি বৃষ্টির সম্ভাবনা।
আগামী ২৪ ঘণ্টায় আবহাওয়ার বড়সড় বদল হতে পারে বলে আবহাওয়া দফতর সূত্রে খবর ৷ হাওয়া অফিস তরফে খবর, আগামী চার- পাঁচ দিন গোটা রাজ্যেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। যদিও এতে তাপমাত্রার বিশেষ কোনও পরিবর্তন হবে না বলেই জানা যাচ্ছে। রাজ্যের তাপমাত্রা স্বাভাবিকের থেকে ১.৬ ডিগ্রি সেলসিয়াস থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস অবধি বেশি থাকতে পারে।
আবহাওয়া দফতর সূত্রে খবর, বৃষ্টির পাশাপাশি দক্ষিণবঙ্গের কোনও কোনও জায়গায় বজ্রবিদ্যুত সহ বৃষ্টিও হতে পারে। রাজ্যের অধিকাংশ জায়গায় আংশিক মেঘলা আকাশ থাকবে। থাকবে আর্দ্রতাজনিত অস্বস্তি। পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, দুই ২৪ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, বাঁকু়ড়া, ঝাড়গ্রাম জেলায় বৃষ্টির পরিমাণ বাড়বে বলে পূর্বাভাস।
এই সপ্তাহ জুড়ে রাজ্যের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। ভারী বৃষ্টির সম্ভাবনা তেমন নেই বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
অন্যদিকে, গতকাল ভারী-মাঝারি বৃষ্টিতে ভিজেছে উত্তরের একাধিক জেলা।
আগামী ২৪ ঘণ্টায় উত্তরবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। উপরের পাঁচ জেলাতে হালকা মাঝারি বৃষ্টি চলবে।
আবহাওয়া দফতর জানিয়েছে, উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি পাঁচ জেলায় মাঝারি থেকে বৃষ্টিপাত হতে পারে। অনেক জায়গায় ভারী বর্ষণের কারণে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। এরই মধ্যে ফের ৪-৫ টানা বৃষ্টি হতে পারে উত্তরে।