এখনই কাটছে না দুর্যোগের মেঘ! দক্ষিণবঙ্গে আর কতদিন বৃষ্টি? জানাল আবহাওয়া দফতর

বাংলা হান্ট ডেস্ক : সকাল থেকেই বাংলার আকাশ যেন ডুব দিয়েছে নিশ্ছিদ্র অন্ধকারে। আকাশ দেখে ঘড়ির কাঁটা কোন ঘরে টিকটিক করছে তা বোঝা ভার। আর সেই সাথে রিমঝিম ধারায় চলছে অবিরাম বৃষ্টি। শহর কলকাতায় (Kolkata) তো বৃষ্টি থামার কোনও লক্ষণই নেই। কমবেশি একই হাল গোটা রাজ্যে। বিশেষ করে দক্ষিণবঙ্গের (South Bengal) জেলায় জেলায় জারি হয়েছে হলুদ সতর্কতা।

ভারতীয় মৌসম ভবনের (India Meteorological Department) পূর্বাভাস, কেবল বুধবার নয়, একই হাল থাকবে বৃহস্পতিবার। বজ্রপাত সহ বৃষ্টিপাতের পাশাপাশি দমকা হাওয়ার তাণ্ডব দেখবে উত্তর থেকে দক্ষিণ। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামী ২৩ তারিখ পর্যন্ত এমনই থাকবে আবহাওয়া। শনিবারও ঝেঁপে বৃষ্টি হবে উত্তরের জেলাগুলিতেও।

হাওয়া অফিসের পূর্বাভাস, ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়া জেলায়। পাশাপাশি ৫০ থেকে ৬০ কিলোমিটার প্রতি ঘন্টা বেগে ঝোড়ো হাওয়া। ভরা বসন্তের এই অকাল বৃষ্টির কারণে এক ধাক্কায় ৫ ডিগ্রি নেমেছে পারদ। সবে মিলিয়ে আবহাওয়ার এই খামখেয়ালীপনায় রীতিমত নাজেহাল বঙ্গবাসী। আর কতদিন চলবে এই আবহাওয়ার মুড স্যুইং?

আরও পড়ুন : ঘাড়ের উপর নিঃশ্বাস ফেলছে বেজিং! শ্রীলঙ্কাকে হাতিয়ার করে নয়া গেম প্ল্যান চীনের, বিপদে ভারত

3384

এই বিষয়ে আলিপুর আবহাওয়া দফতর বলছে আগামী ২৩ তারিখের পর থেকে ফের ধীরে ধীরে বাড়বে পারা। স্বাভাবিক হবে পরিস্থিতি। চলুন তাহলে দেরি না করে দেখে নিই আগামী এক সপ্তাহের আবহাওয়ার পূর্বাভাস।

২০ মার্চ, বুধবারঃ সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৪ ডিগ্রি এবং সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৩ ডিগ্রি। আকাশ আংশিক মেঘলা।

২১ মার্চ, বৃহস্পতিবারঃ সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৫ ডিগ্রি এবং সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩২ ডিগ্রি। মেঘলা আকাশ সাথে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। থাকবে ঝোড়ো হাওয়ার দাপট।

২২ মার্চ, শুক্রবারঃ সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৪ ডিগ্রি এবং সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৪ ডিগ্রি। মূলত আকাশ পরিস্কার থাকবে তবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে।

২৩ মার্চ, শনিবারঃ সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৫ ডিগ্রি এবং সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৪ ডিগ্রি। মেঘলা আকাশের সাথে বৃষ্টিপাতের সম্ভাবনা প্রবল। থাকবে ঝোড়ো হাওয়ার দাপট।

২৪ মার্চ, রবিবারঃ সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৫ ডিগ্রি এবং সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৩ ডিগ্রি। মেঘলা আকাশ, বৃষ্টিপাতের সম্ভাবনা নেই।

২৫ মার্চ, সোমবারঃ সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৬ ডিগ্রি এবং সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৪ ডিগ্রি। পরিস্কার আকাশ, বৃষ্টিপাতের সম্ভাবনা নেই।

২৬ মার্চ, মঙ্গলবারঃ সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৬ ডিগ্রি এবং সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৪ ডিগ্রি। মেঘলা আকাশ, বৃষ্টিপাতের সম্ভাবনা নেই।

Moumita Mondal
Moumita Mondal

মৌমিতা মণ্ডল, গ্র্যাজুয়েশনের পর শুরু নিয়মিত লেখালেখি। বিগত ৩ বছরেরও বেশি সময় ধরে লেখালেখির সাথে যুক্ত। প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর