বাংলা হান্ট ডেস্কঃ দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশ করার পর প্রায় দুই সপ্তাহের কাছাকাছি সময় কেটে গেলেও এখনো পর্যন্ত এর প্রভাবে ভারী বৃষ্টিপাত হয়নি কোথাও। উত্তরবঙ্গে প্রবল বৃষ্টিপাত হলেও দক্ষিণবঙ্গের ভাঁড়ার রয়েছে শূন্য। আগামী দু-তিনদিনে তাপমাত্রার বড়সড় পরিবর্তন এক প্রকার ঘটবে না বললেই চলে। তবে এরপর আবহাওয়ায় বড়সড় পরিবর্তন আসতে চলেছে বলে মত হাওয়া অফিসের। উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাত হওয়ার পাশাপাশি দক্ষিণের বিভিন্ন প্রান্তে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে। তবে পশ্চিমের জেলাগুলিতে কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর।
আবহাওয়ার খবর
সর্বোচ্চ তাপমাত্রা : ৩২.২° সেলসিয়াস
সর্বনিম্ন তাপমাত্রা : ২৭.১° সেলসিয়াস
আর্দ্রতা : ৮৬%
বাতাস : ১০ কিমি/ঘন্টা
মেঘে ঢাকা : ৬৫%
আজকের আবহাওয়া
গোটা দক্ষিণবঙ্গ জুড়ে বর্ষার প্রভাব এখনো সেভাবে দেখা যায়নি। আগামী দু-তিন দিনে একই রকম পরিস্থিতি বিরাজ করতে চলেছে। দক্ষিণবঙ্গের তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পাবে এবং আর্দ্রতা জনিত অস্বস্তি বজায় থাকবে। তবে পশ্চিমের জেলাগুলিতে কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত হতে পারে। আজ কলকাতা সহ হাওড়া, হুগলি, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, দুই ২৪ পরগনা, বাঁকুড়ার একাধিক প্রান্তে ঝোড়ো হাওয়ার সাথে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে। আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩২ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আপেক্ষিক আদ্রতার পরিমাণ ৮৬%।
উত্তর ও দক্ষিণ বঙ্গের আবহাওয়া
বর্ষার প্রভাবে দক্ষিণের একাধিক জেলায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে চলেছে। এক্ষেত্রে গুমোট ভাব বজায় থাকার কারণে অস্বস্তিকর পরিবেশ বিরাজ করবে। তবে পুরুলিয়া ও বর্ধমানের মত জেলাগুলিতে ভারী বৃষ্টিপাত হতে পারে বলে জানা গিয়েছে। অবশ্য আগামী কয়েকদিনের ভিতর আর্দ্রতাজনিত অস্বস্তি কেটে ভারী বৃষ্টিতে ভিজতে চলেছে শহর কলকাতা। অন্যান্য জেলাগুলিতেও বর্ষার প্রভাবে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা জাহির করা হয়েছে।
অপরদিকে, উত্তরবঙ্গে দুর্যোগের পরিস্থিতি বজায় রয়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ারের মতো জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হয়ে চলেছে। আগামী দু তিন দিনে বৃষ্টিপাতের পরিমাণ আরো বাড়তে চলেছে। এক্ষেত্রে দুই দিনাজপুরেও বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে বলে জানিয়েছে হাওয়া অফিস। বন্যার পাশাপাশি কমলা সর্তকতা পর্যন্ত জারি করা হয়েছে।
আগামীকালের আবহাওয়া
আগামী দু-তিন দিনে তাপমাত্রার বড়সড় পরিবর্তন ঘটবে না। হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার কারণে অস্বস্তিকর পরিস্থিতি বজায় থাকবে। তবে বর্ষার প্রভাবে কিছুদিনের মধ্যে আবহাওয়ার পরিবর্তন ঘটবে বলে জানিয়েছি আলিপুর আবহাওয়া দপ্তর।