স্বস্তির খবর! এবার ভিজবে দক্ষিণ বঙ্গের এই জেলাগুলি, একনজরে আজকের আবহাওয়া

বাংলা হান্ট ডেস্কঃ দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশ করার পর প্রায় দুই সপ্তাহ হয়ে গেলেও এখনো পর্যন্ত এর প্রভাবে ভারী বৃষ্টিপাতের সাক্ষী থাকেনি মানুষ। কোথাও কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হলেও আদ্রতাজনিত অস্বস্তি বজায় রয়ে গিয়েছে। তবে আগামী সময়ে আবহাওয়ায় পরিবর্তন আসতে চলেছে বলে মত আবহাওয়া অফিসের। এক্ষেত্রে কোথাও কোথাও বিক্ষিপ্ত বৃষ্টি হওয়ার পাশাপাশি ভারী বৃষ্টিপাত হতে পারে। অপরদিকে উত্তরবঙ্গে জারি রয়েছে দুর্যোগ। তবে দার্জিলিং, জলপাইগুড়ি ও কোচবিহারের মতো জেলাগুলিতে বৃষ্টিপাত কিছুটা হ্রাস পেয়েছে।

আবহাওয়ার খবর
সর্বোচ্চ তাপমাত্রা : ৩২.২° সেলসিয়াস
সর্বনিম্ন তাপমাত্রা : ২৭.৬° সেলসিয়াস
আর্দ্রতা : ৮৫%
বাতাস :  ১০ কিমি/ঘন্টা
মেঘে ঢাকা : ৭০%

আজকের আবহাওয়া
বর্ষার প্রভাবে এখনো পর্যন্ত পর্যাপ্ত বৃষ্টিপাত পায়নি দক্ষিণবঙ্গ। হালকা থেকে মাঝারি বৃষ্টিতেই সন্তুষ্ট থাকতে হয়েছে মানুষকে। তবে আগামী দুদিনে বিক্ষিপ্ত বৃষ্টি হওয়ার পাশাপাশি কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত হতে পারে। সকালের দিকে বজায় থাকবে আর্দ্রতাজনিত অস্বস্তি। আজ কলকাতা সহ হাওড়া, হুগলি, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, দুই ২৪ পরগনা, বাঁকুড়ার একাধিক প্রান্তে ঝোড়ো হাওয়ার সাথে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে। আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩২ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আপেক্ষিক আদ্রতার পরিমাণ ৮৫%।

উত্তর ও দক্ষিণ বঙ্গের আবহাওয়া
প্রায় দুই সপ্তাহ পূর্বে দক্ষিণবঙ্গে প্রবেশ করে বর্ষা। তবে এখনো পর্যন্ত কোথাও ভারী বৃষ্টিপাত হয়নি। এক্ষেত্রে উত্তরবঙ্গে অধিক বৃষ্টিপাত হওয়ার কারণেই দক্ষিণে বর্ষার প্রভাব কম বলে জানা গিয়েছে। তবে আগামী দিনে বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টিপাতের পাশাপাশি ঝোড়ো হাওয়া বইতে পারে।

অপরদিকে, উত্তরবঙ্গে জারি রয়েছে দুর্যোগ। গত মাসের শুরুতেই উত্তরে প্রবেশ করে বর্ষা এবং এর প্রভাবে সর্বত্র ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হয়।  বর্তমানেও দুর্যোগ হয়ে চলেছে। তবে দার্জিলিং, কোচবিহার, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারের মধ্যে জেলাগুলিতে বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা কমেছে। এক্ষেত্রে আগামী দিনে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে বলে জানা গিয়েছে।

আগামীকালের আবহাওয়া 
আগামী দু’দিনে আবহাওয়ার বিরাট পরিবর্তন ঘটবে না। তবে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হওয়ার পাশাপাশি ঝোড়ো হাওয়া দেওয়ার কারণে গুমোট ভাব কিছুটা কমবে। এখনো পর্যন্ত বর্ষার প্রভাব সেরকম ভাবে না পড়লেও আগামী দিনে এর প্রভাবে দুই বঙ্গে ভারী বৃষ্টিপাতের সাক্ষী থাকবে মানুষ।


Sayan Das

সম্পর্কিত খবর