ঘূর্ণাবর্তের জেরে ভাসতে চলেছে পশ্চিমের জেলাগুলি; কেমন থাকবে কলকাতার আবহাওয়া, দেখে নিন

বাংলা হান্ট ডেস্কঃ বিগত দুদিনে বর্ষার প্রভাবে আবহাওয়ায় খানিকটা বদল এসেছে। দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর প্রভাবে বিক্ষিপ্ত বৃষ্টি হওয়ার পাশাপাশি কোথাও কোথাও ভারী বৃষ্টিপাতের সাক্ষী থেকেছে মানুষ। আগামী দিনে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে বলে মত আলিপুর আবহাওয়া দপ্তরের। ফলে তাপমাত্রা নিয়ন্ত্রণে বিরাজ করবে। হাওয়া অফিসের মতে, উড়িষ্যা সংলগ্ন ঝাড়খণ্ডে ঘূর্ণাবর্তের জেরে পশ্চিমের জেলাগুলিতে ভারী বৃষ্টিপাত হতে চলেছে। অপরদিকে, উত্তরবঙ্গে বিগত এক মাস ধরে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হয়ে চলেছে। বর্তমানে অবশ্য দুর্যোগ কিছুটা কমেছে। তবে বর্ষার প্রভাব আরও বেশ খানিকটা সময় থাকবে বলেই জানা গিয়েছে।

আবহাওয়ার খবর
সর্বোচ্চ তাপমাত্রা : ৩১.৭° সেলসিয়াস
সর্বনিম্ন তাপমাত্রা : ২৫.৭° সেলসিয়াস
আর্দ্রতা : ৯২%
বাতাস :  ৮ কিমি/ঘন্টা
মেঘে ঢাকা : ৬০%

আজকের আবহাওয়া
প্রথম থেকে বর্ষার প্রভাব সেভাবে চোখে না পড়লেও বিগত কয়েকদিনে কলকাতা সহ দক্ষিণের একাধিক জেলায় এর প্রভাবে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিপাত হয়ে চলেছে। যদিও এখনো পর্যন্ত প্রবল বৃষ্টি নামেনি কোথাও। তবে আগামী দিনে সেই খরা মিটতে চলেছে বলে মনে করা হচ্ছে। সকালের থেকে কিছুটা আদ্রতাজনিত অস্বস্তি বজায় থাকলেও তা স্থায়ী হবে না। আজ কলকাতা সহ হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনার একাধিক প্রান্তে ঝোড়ো হাওয়ার সাথে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে। পশ্চিমের জেলাগুলিতে ভারী বৃষ্টি হতে চলেছে। আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩২ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আপেক্ষিক আদ্রতার পরিমাণ ৯২%।

উত্তর ও দক্ষিণ বঙ্গের আবহাওয়া
অন্যান্য বছরগুলির তুলনায় এ বছর দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের হার খুবই কম। একেই এ বছর দেরি করে পৌঁছেছে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু, তার ওপর প্রথম দুই সপ্তাহে বর্ষার রেকর্ড ছিল অত্যন্ত শোচনীয়। যদিও বর্তমানে সেই খরা কিছুটা কমার পথে। অবশ্য আবহাওয়া দপ্তরের মতে, জুলাই মাস থেকে আগামী তিন মাস ব্যাপী বর্ষার প্রভাব মারাত্মক হতে চলেছে। এরমাঝে উড়িষ্যা সংলগ্ন ঝাড়খণ্ডে সৃষ্ট ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হওয়ায় পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, পুরুলিয়া ও বাঁকুড়ায় ভারী বৃষ্টিপাত হবে।

অপরদিকে, উত্তরবঙ্গে সোজা হাতে ব্যাট করে চলেছে বর্ষা। জুনের প্রথমে উত্তরের বিভিন্ন জেলায় এসে পৌঁছায় মৌসুমী বায়ু এবং এরপর ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের কারণে বিভিন্ন প্রান্তে বন্যার পাশাপাশি ধস পর্যন্ত নামে। বর্তমানেও বৃষ্টিপাত হয়ে চলেছে, তবে পরিমাণ কিছুটা কম।

আগামীকালের আবহাওয়া 
আগামী কয়েক দিন হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত বজায় থাকবে। এক্ষেত্রে কোন কোন স্থানে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ফলে তাপমাত্রা স্বাভাবিকের আশেপাশে ঘোরাফেরা করবে। স্বাভাবিকভাবেই আগামী দিনগুলিতে কলকাতা সহ দক্ষিণের অন্যান্য জেলা গুলিতে গরমের হাত থেকে স্বস্তি পাবে মানুষ।


Sayan Das

সম্পর্কিত খবর