দুর্বল বর্ষা! বাংলায় কয়েকটি জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা, কেমন থাকবে আজ তিলোত্তমার আবহাওয়া

বাংলা হান্ট ডেস্কঃ বেশ কয়েক সপ্তাহ আগে দক্ষিণবঙ্গের দরজায় কড়া নেড়েছে বর্ষা। যদিও এখনো পর্যন্ত এর প্রভাবে গরমের হাত থেকে স্বস্তি মেলেনি মানুষের। হালকা থেকে মাঝারি এবং কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে বৃষ্টি হওয়া ছাড়া এখনও পর্যন্ত দক্ষিণবঙ্গের ভাঁড়ার রয়েছে শূন্য। অপরদিকে, উত্তরবঙ্গে প্রবল থেকে প্রবলতর বৃষ্টিপাত হলেও দক্ষিণে কবে এর প্রভাবে স্বস্তি মিলবে, তা অবশ্য জানা যায়নি। যদিও ঝাড়খণ্ড ও উড়িষ্যা উপকূলে সৃষ্ট নিম্নচাপের ছেড়ে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হবে, তবে তা কেবলমাত্র সাময়িক স্বস্তি দিতে সক্ষম। উত্তরবঙ্গে মাঝারি এবং কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত হবে বলে জানিয়েছে হাওয়া অফিস।

আবহাওয়ার খবর
সর্বোচ্চ তাপমাত্রা : ৩১° সেলসিয়াস
সর্বনিম্ন তাপমাত্রা : ২৭.৪° সেলসিয়াস
আর্দ্রতা : ৭৮%
বাতাস :  ১০ কিমি/ঘন্টা
মেঘে ঢাকা : ৭০%

আজকের আবহাওয়া
সকাল হলেই চড়া রোদ। উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়ে চলা আদ্রতাজনিত অস্বস্তি কমার কোন লক্ষণ নেই। মাঝেমধ্যে মেঘের দেখা দিলেও তাতে গুমোট গরম আরো বৃদ্ধি পাওয়ায় একফোঁটা বৃষ্টির অপেক্ষায় একপ্রকার চাতক পাখির মতো বসে রয়েছে মানুষ। নিম্নচাপের জেরে পশ্চিমের জেলাগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হলেও তা কেবলমাত্র সাময়িক স্বস্তি দেবে। বিকেলের পর কলকাতা সহ অন্যান্য জেলাগুলোতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। আজ কলকাতা, হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনার একাধিক প্রান্তে ঝোড়ো হাওয়ার সাথে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে। পশ্চিমের জেলাগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টি হতে চলেছে। আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩১ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আদ্রতার পরিমাণ ৭৮%।

উত্তর ও দক্ষিণ বঙ্গের আবহাওয়া
প্রতিবছর জুন মাসের মাঝামাঝি সময় থেকে বর্ষার মারাত্মক প্রভাবের সাক্ষী থাকে সকলে। তবে এবছর সকল রেকর্ড ভেঙে দিয়ে জুন মাসে বৃষ্টির পরিমাণ ছিল খুবই কম। এমনকি জুলাই মাসের প্রথম সপ্তাহেও বৃষ্টির দেখা নেই। কলকাতা সহ দক্ষিণ প্রান্তের অন্যান্য জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হলেও পর্যাপ্ত বৃষ্টি না হওয়ায় গরমে কাহিল অবস্থা মানুষের। তবে হাওয়া অফিসের মতে, আগামী কয়েকদিনে আবহাওয়ায় বড়সড় পরিবর্তন আসতে চলেছে। আপাতত সেদিকেই তাকিয়ে সকলে।

উত্তরবঙ্গের দৃশ্য সম্পূর্ণই ভিন্ন। প্রবল থেকে প্রবলতর বৃষ্টির কারণে বিগত এক মাস ধরে দুর্যোগের পরিস্থিতি সৃষ্টি হয়েছে এখানে। এক্ষেত্রে সম্প্রতি হাওয়া অফিসের দ্বারা বন্যার পাশাপাশি ধসের সতর্কতা পর্যন্ত জারি করা হয়। বর্তমানে আবহাওয়ার কিছুটা উন্নতি হলেও আগামী দিনে বৃষ্টিপাত বাড়বে বলে জানা গিয়েছে।  এক্ষেত্রে দার্জিলিং, জলপাইগুড়ি ও কোচবিহারের মতো জেলাগুলিতে আগামী দুই দিন মাঝারি বৃষ্টিপাত হতে চলেছে।

আগামীকালের আবহাওয়া 
আগামী কয়েক দিনে কলকাতা সহ দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলিতে গুমোট গরম বজায় থাকবে। ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আপাতত নেই। কোথাও কোথাও বিক্ষিপ্ত বৃষ্টিপাত হলেও তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় কিছুটা বেশি থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস।


Sayan Das

সম্পর্কিত খবর