বাংলা হান্ট ডেস্কঃ জুন মাসের মাঝামাঝি সময়ে দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশ করলেও এখনো পর্যন্ত বৃষ্টির খরা অব্যাহত রয়েছে। ঘূর্ণাবর্তের জেরে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকলেও তা পর্যাপ্ত পরিমাণে হবে বলে এখনো পর্যন্ত কোনো নিশ্চয়তা দিতে পারেনি আলিপুর আবহাওয়া অফিস। এক্ষেত্রে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতই ভরসা মানুষের। অপরদিকে, উত্তরবঙ্গে দুর্যোগ কমলেও এখনো পর্যন্ত বৃষ্টিপাত হয়ে চলেছে একাধিক স্থানে। এসকল জেলাগুলিতে তাপমাত্রা নিয়ন্ত্রণে থাকবে বলে জানা গিয়েছে।
আবহাওয়ার খবর
সর্বোচ্চ তাপমাত্রা : ৩৩.৭° সেলসিয়াস
সর্বনিম্ন তাপমাত্রা : ২৭.৭° সেলসিয়াস
আর্দ্রতা : ৭৮%
বাতাস : ১২ কিমি/ঘন্টা
মেঘে ঢাকা : ৬০%
আজকের আবহাওয়া
বর্ষার মরশুমেও সকাল থেকেই তীব্র রোদের কারণে হাঁসফাঁস অবস্থা মানুষের। আকাশে মেঘ থাকলেও অস্বস্তিকর আবহাওয়ার মাঝে বৃষ্টির দেখা একপ্রকার নেই। ঘূর্ণাবর্তের জেরে পশ্চিমের জেলাগুলিতে অবশ্য বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে। তবে তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে কিছুটা বেশি থাকবে বলে মত হওয়া অফিসের। আজ কলকাতা, হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনার একাধিক প্রান্তে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে। পশ্চিমের জেলাগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টি হতে চলেছে। আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৪ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৮ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আদ্রতার পরিমাণ ৭৮%।
উত্তর ও দক্ষিণ বঙ্গের আবহাওয়া
উত্তরে পর্যাপ্ত বৃষ্টিপাত হলেও দক্ষিনে ভিন্ন চিত্র উঠে এসেছে। প্রতিদিন বৃষ্টির আশাতে থাকলেও তার দেখা মেলেনি। বরং গুমোট গরমের কারণে কাহিল দশা সকলের। এক্ষেত্রে অবশ্য নিম্নচাপ সৃষ্টি হওয়ার কারণে সামান্য আশা জাগলেও এর প্রভাবে স্বস্তি মিলবে না বলেই খবর। এক্ষেত্রে বৃষ্টির খরা কবে মিটতে চলেছে, সেই প্রসঙ্গে এখনো পর্যন্ত স্পষ্ট ধারণা দিতে পারেনি হাওয়া অফিস।
অপরদিকে, জুন মাসের গোড়া থেকেই উত্তরবঙ্গে বর্ষার প্রভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হয়ে চলেছে। বন্যার পাশাপাশি ধস পর্যন্ত নামে একাধিক স্থানে। বর্তমানে দুর্যোগ কমলেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হয়ে চলেছে। আগামী কয়েক দিনেও দার্জিলিং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারের একাধিক স্থানে বৃষ্টিপাত হবে বলে জানা গিয়েছে।
আগামীকালের আবহাওয়া
আগামী দু-তিনদিনে আবহাওয়ার পরিবর্তন ঘটার সম্ভাবনা একপ্রকার নেই। এক্ষেত্রে সকালের দিকে তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে খানিকটা বেশি থাকবে বলেই মনে করা হচ্ছে। এক্ষেত্রে কোথাও কোথাও হালকা বৃষ্টিপাত হলেও আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে।