বাংলা হান্ট ডেস্কঃ আজ লক্ষ্মীপুজো (Laxmi Puja)। বাঙালির ঘরে ঘরে মা লক্ষ্মীর আরাধনা করা হয়ে চলেছে। এর মাঝেই প্রতিটি মানুষের চিন্তার বিষয়, দুর্গাপুজোর মতো এদিনও কি ভিলেন হতে চলেছে বৃষ্টি? তবে এই বিষয়ে আশার কথা শুনিয়েছে আবহাওয়া অফিস। তাদের পূর্বাভাস অনুযায়ী, দক্ষিণবঙ্গের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হলেও ভারী বৃষ্টির (Rain) কোনো রকম সম্ভাবনা নেই। যদিও অপরদিকে, উত্তরবঙ্গে (North Bengal) আজ থেকে ভারী বৃষ্টিপাত হতে চলেছে বলে জানা গিয়েছে।
আবহাওয়ার খবর
সর্বোচ্চ তাপমাত্রা : ৩৫.১° সেলসিয়াস
সর্বনিম্ন তাপমাত্রা : ২৬.১° সেলসিয়াস
আর্দ্রতা : ৮০%
বাতাস : ১০ কিমি/ঘন্টা
মেঘে ঢাকা : ২০%
আজকের আবহাওয়া
এবছর দক্ষিণবঙ্গে বর্ষার প্রভাবে বৃষ্টিপাতের পরিমাণ ছিল অনেকাংশে কম। যদিও পরবর্তী ক্ষেত্রে সৃষ্ট একের পর এক নিম্নচাপের কারণে কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত হয়েছে। তবে বর্তমানে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা এক প্রকার নেই বললেই চলে। এ ক্ষেত্রে সকাল থেকে দেখা মিলবে রোদের। বজায় থাকবে অস্বস্তিকর আবহাওয়া। আজ কলকাতা, হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা, মুর্শিদাবাদ, পুরুলিয়ার মতো জেলাগুলিতে হালকা বৃষ্টিপাত হবে। আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৫ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আদ্রতার পরিমাণ ৮০%।
উত্তর ও দক্ষিণ বঙ্গের আবহাওয়া
বর্ষার প্রভাবে প্রথম দিকে খানিকটা এবং পরবর্তীতে একের পর এক নিম্নচাপের জেরে বৃষ্টিপাত হয়ে চলেছে দক্ষিণবঙ্গে। তবে বর্তমান সময়ে দাঁড়িয়ে আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, দক্ষিণের একাধিক প্রান্তে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। এক্ষেত্রে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হলেও তা কখনোই ভয়ঙ্কর রূপ নেবে না। ফলে স্বাভাবিকভাবেই ভ্যাপসা গরমের পাশাপাশি অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকতে চলেছে।
অপরদিকে, দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর প্রভাবে উত্তরবঙ্গে প্রথম থেকেই বৃষ্টিপাতের পরিমাণ অত্যন্ত বেশি। কখনো কখনো প্রাকৃতিক দুর্যোগের সতর্কতা পর্যন্ত জারি হয়েছে। সেই ধারা বজায় রেখে আজ থেকে উত্তরবঙ্গের একাধিক জেলা যথা দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ারের একাধিক প্রান্তে ভারী বৃষ্টিপাত হতে চলেছে বলে জানিয়েছে হাওয়া অফিস।
আগামীকালের আবহাওয়া
দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা একপ্রকার নেই। কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে চলেছে। কলকাতাতেও একই সম্ভাবনা জারি করা হয়েছে। ফলে স্বাভাবিকভাবেই সারাদিন ধরে বজায় থাকবে অস্বস্তিকর আবহাওয়া।
‘ভারত আজ পর্যন্ত অলিম্পিকে সোনা পায়নি …’ ভরা মঞ্চে বেফাঁস মমতা