বাংলা হান্ট ডেস্কঃ একদিকে উত্তরবঙ্গে বিগত এক মাসের ওপর ধরে চলছে বৃষ্টিপাত। অপরদিকে, দক্ষিণবঙ্গে ঠিক তার উল্টো চিত্র। একেই দেরিতে প্রবেশ করে বর্ষা আর এর প্রভাবে বৃষ্টিপাতের পরিমাণেও ঘাটতি দেখা দিয়েছে। বর্তমানে ঘূর্ণাবর্তের ছেড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকলেও এখনো পর্যন্ত পর্যাপ্ত পরিমাণে তা নামেনি। ফলে বৃষ্টির প্রভাবে কিছুটা স্বস্তি মিললেও এখনো পর্যন্ত আর্দ্রতাজনিত অস্বস্তি সম্পূর্ণরূপে যায়নি। বৃহস্পতিবার থেকে অবশ্য ভারী বৃষ্টি হতে চলেছে।
আবহাওয়ার খবর
সর্বোচ্চ তাপমাত্রা : ৩৩.২° সেলসিয়াস
সর্বনিম্ন তাপমাত্রা : ২৬.৮° সেলসিয়াস
আর্দ্রতা : ৮৪%
বাতাস : ১৪ কিমি/ঘন্টা
মেঘে ঢাকা : ৭০%
আজকের আবহাওয়া
সকাল থেকেই কলকাতার আকাশ মেঘলা। মাঝেমধ্যে রোদের দেখা মিলবে। ঘূর্ণাবর্তের জেরে সৃষ্ট নিম্নচাপের কারণে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টিপাত হবে। তবে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা খুব একটা নেই। হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার কারণে তাপমাত্রা স্বাভাবিকের আশে পাশে থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস। বৃহস্পতিবার থেকে ভারী বৃষ্টি আসতে চলেছে। আজ কলকাতা, হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুরের একাধিক প্রান্তে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে। আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৩ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আদ্রতার পরিমাণ ৮৪%।
উত্তর ও দক্ষিণ বঙ্গের আবহাওয়া
একদিকে উত্তরবঙ্গে যখন প্রবল বৃষ্টিপাতের সাক্ষী থেকেছে মানুষ, অপরদিকে দক্ষিণবঙ্গে বৃষ্টির ঘাটতি মানুষের চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। বিগত বেশ কয়েক সপ্তাহ ধরে গুমোট গরমে নাজেহাল মানুষ। বর্তমানে ঘূর্ণাবর্তের জেরে উপকূলের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা জারি করা হয়েছে। এখনো পর্যন্ত ভারী বৃষ্টিপাত না হলেও বৃহস্পতিবারের পর থেকে তিন জেলায় তা বাড়বে বলেই জানা গিয়েছে। এক্ষেত্রে দুই মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনায় ভারী বর্ষণের ফলে কিছুটা স্বস্তি মিলবে সকলের। তবে বর্ষার প্রভাবে গোটা বঙ্গজুড়ে পর্যাপ্ত পরিমাণে বৃষ্টিপাত কবে নাগাদ শুরু হতে চলেছে, তা এখনো স্পষ্ট নয়।
অপরদিকে, উত্তরবঙ্গের একাধিক জেলায় জুনের প্রথম থেকেই শুরু হয়েছে প্রবল বৃষ্টিপাত। বেশ কয়েক সপ্তাহ ধরে দুর্যোগ চলার পর বর্তমানে তা কিছুটা কমেছে। তবে দার্জিলিং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারের মতো জেলাগুলিতে আগামী কয়েক দিনে হালকা থেকে মাঝারি এবং কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত হবে বলে খবর।
আগামীকালের আবহাওয়া
আগামী কয়েক দিনে ঘূর্ণাবর্তের জেরে কলকাতা সহ দক্ষিণবঙ্গের অন্যান্য একাধিক জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সাক্ষী থাকবে মানুষ। বৃহস্পতিবারের পর থেকে বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে। ফলে গুমোট গরমের হাত থেকে কিছুটা স্বস্তি পাবে মানুষ।