বাংলা হান্ট ডেস্কঃ উত্তরবঙ্গ (North Bengal) থেকে ইতিমধ্যেই বিদায় নিয়েছে বর্ষা (Monsoon)। আগামীকাল দক্ষিণবঙ্গ থেকেও পুরোপুরিভাবে উধাও হবে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু। যদিও এর মাঝে বাংলার বিভিন্ন প্রান্তে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা জাহির করা হয়েছে। পরবর্তীতে শুষ্ক আবহাওয়া বজায় থাকতে চলেছে। আগামী ১৮ ই অক্টোবর একটি ঘূর্ণাবর্ত সৃষ্টি হতে চলেছে, পরবর্তীতে এটি নিম্নচাপের আকার ধারণ করবে। এর মাঝেই সুপার সাইক্লোন ‘সিতরাং’ কি আছড়ে পড়তে চলেছে বাংলায়? অবশেষে জানিয়ে দিলো আলিপুর আবহাওয়া দপ্তর।
আবহাওয়ার খবর
সর্বোচ্চ তাপমাত্রা : ৩৩.৬° সেলসিয়াস
সর্বনিম্ন তাপমাত্রা : ২৬° সেলসিয়াস
আর্দ্রতা : ৮২%
বাতাস : ১৫ কিমি/ঘন্টা
মেঘে ঢাকা : ৬০%
আজকের আবহাওয়া
আগামী ২৪ ঘণ্টার মধ্যে দক্ষিণবঙ্গ থেকে বিদায় নেবে বর্ষা। পরবর্তী সময় গোটা বাংলা জুড়ে শুষ্ক আবহাওয়া বজায় থাকতে চলেছে। তবে এর মাঝেই শহর কলকাতার পাশাপাশি একাধিক প্রান্তে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে বলে জানা গিয়েছে। তাপমাত্রা স্বাভাবিকের আশেপাশে ঘোরাফেরা করবে। আজ কলকাতা, হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা, মুর্শিদাবাদ, পুরুলিয়ার মতো জেলাগুলিতে হালকা এবং মাঝারি বৃষ্টিপাত হবে। আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৪ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আদ্রতার পরিমাণ ৮২%।
উত্তর ও দক্ষিণ বঙ্গের আবহাওয়া
দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাবে এ বছর দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণ স্বাভাবিকের তুলনায় অত্যন্ত কম। কখনো কখনো ভারী বৃষ্টিপাত আর বেশিরভাগ সময় জুড়ে হালকা থেকে মাঝারি বৃষ্টিতেই সন্তুষ্ট থাকতে হয়েছে বঙ্গবাসীকে। মাঝেমধ্যে বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের জেরে বৃষ্টিপাত হলেও তা কখনো যথেষ্ট ছিল না। এর মাঝেই আগামীকাল বাংলা থেকে বিদায় নিতে চলেছে বর্ষা। তবে আজ এবং আগামীকাল বঙ্গের বেশ কয়েকটি প্রান্তে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিপাতের সম্ভাবনা জাহির করেছে হাওয়া অফিস। একই সঙ্গে সুপার সাইক্লোন ‘সিতরাং’-র ভবিষ্যৎবাণী করে আবহাওয়া দপ্তরের দাবি, “আগামী ১৮ অক্টোবর আন্দামান সাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হবে, যা পরবর্তীতে নিম্নচাপের আকার ধারণ করতে পারে। তবে এর প্রভাবে সুপার সাইক্লোন তৈরি হওয়ার সম্ভাবনা নেই।”
অপরদিকে, উত্তরবঙ্গে এ বছর বর্ষার প্রভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সাক্ষী থেকেছে মানুষ। দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ারের মতো জেলাগুলিতে বৃষ্টির পাশাপাশি বন্যার সতর্কতা পর্যন্ত জারি করা হয়। তবে ইতিমধ্যে বাংলার উত্তর প্রান্ত হতে বিদায় নিয়েছে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু। হাওয়া অফিসের মতে, আগামি বেশ কয়েকদিন বৃষ্টির পরিবর্তে খটখটে আবহাওয়া বিরাজ করবে উত্তরবঙ্গে।
আগামীকালের আবহাওয়া
বর্ষা বিদায়ের সন্ধিক্ষণে দাঁড়িয়ে বাংলা। যদিও এর মাঝেই আগামী দুদিন কলকতা সহ দক্ষিণের একাধিক স্থানে বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে। একই সঙ্গে নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। তাপমাত্রা নিয়ন্ত্রণে থাকবে বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া অফিস।