দাবদাহ কাটিয়ে উত্তরে ভারী বৃষ্টির পূর্বাভাস, আমূল পরিবর্তনের পথে দক্ষিণের দুই জেলার আবহাওয়া

বাংলা হান্ট ডেস্কঃ সকাল হলেই আকাশ জুড়ে মেঘের দেখা, মাঝেমধ্যে বিক্ষিপ্ত বৃষ্টি, আবার কখনো ঝোড়ো হওয়ার সাথে নামছে ঝেঁপে বৃষ্টিপাত। বিগত কয়েক দিন ধরে দক্ষিণবঙ্গের বিভিন্ন প্রান্তে এহেন আবহাওয়া (Weather) বিরাজ করে চলেছে। বৃষ্টিপাতের দরুণ তাপমাত্রা নিয়ন্ত্রণে রয়েছে, যদিও আর্দ্রতাজনিত অস্বস্তি থেকে সম্পূর্ণরূপে নিস্তার মেলেনি। একইসঙ্গে বৃষ্টির ঘাটতি কবে নাগাদ মিটবে, সেই সম্পর্কে কোনো স্পষ্ট ধারণা দেয়নি হাওয়া অফিস। অপরদিকে, উত্তরবঙ্গে (North Bengal) দাবদাহের দরুণ হাঁসফাঁস অবস্থা মানুষের। বিগত কয়েকদিন ধরে বৃষ্টিপাত এক প্রকার হয়নি বললেই চলে, তবে সোমবার থেকে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে।

আবহাওয়ার খবর
সর্বোচ্চ তাপমাত্রা : ৩২.৭° সেলসিয়াস
সর্বনিম্ন তাপমাত্রা : ২৭.৫° সেলসিয়াস
আর্দ্রতা : ৮২%
বাতাস :  ১৪ কিমি/ঘন্টা
মেঘে ঢাকা : ৬০%

আজকের আবহাওয়া
জুন মাসের পর জুলাইতেও বৃষ্টিপাতের ঘাটতি দেখা গিয়েছে দক্ষিণবঙ্গে। এ মাসের গোড়া থেকে হালকা এবং মাঝারি বৃষ্টিপাতে ভেসেছে দক্ষিণের একাধিক জেলা। তবে বর্ষার প্রভাবে অতিভারি বৃষ্টিপাতের সাক্ষী থাকেনি মানুষ। আগামী কয়েকদিনে আবহাওয়ার খুব একটা পরিবর্তন ঘটবে না বলেই জানা গিয়েছে। এর মাঝেই ঝাড়গ্রাম ও মুর্শিদাবাদে ঝেঁপে বৃষ্টি হবে বলে সতর্কতা জারি করা হয়েছে। আজ কলকাতা, হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুরের একাধিক প্রান্তে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে। আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৩ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৮ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আদ্রতার পরিমাণ ৮২%।

উত্তর ও দক্ষিণ বঙ্গের আবহাওয়া
জুন মাসের মাঝামাঝি সময়ে বর্ষা প্রবেশ করলেও এখনো পর্যন্ত এর প্রভাবে ভারী বৃষ্টিপাত হয়নি। তবে এ মাসের শুরু থেকে বিক্ষিপ্ত বৃষ্টিপাতে ভেসেছে দক্ষিণবঙ্গের একাধিক প্রান্ত। ফলে তাপমাত্রা স্বাভাবিকের আশেপাশে রয়েছে। এক্ষেত্রে কিছুটা স্বস্তি মিললেও বৃষ্টিপাতের ঘাটতি এখনো পূরণ হয়নি। আগামী কয়েকদিনেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের কারণে কিছুটা স্বস্তি মিলবে। ঝাড়গ্রাম ও মুর্শিদাবাদে ঝেঁপে বৃষ্টি হবে বলে সতর্কতা জারি করা হয়েছে। তবে বর্ষার মারাত্মক প্রভাব কবে নাগাদ আসতে চলেছে, সে বিষয়ে জানা যায়নি।

অপরদিকে, জুন মাসের গোড়া থেকে উত্তরবঙ্গে প্রবল থেকে প্রবলতর বৃষ্টি হয়ে চলেছে। মাঝের সময়ে বন্যার পাশাপাশি ধস পর্যন্ত নামে উত্তরে। তবে বিগত বেশ কয়েকদিন ধরে বৃষ্টিপাত না হওয়ার কারণে প্রবল গরমে কাহিল মানুষ। তবে এর মাঝেই আগামীকাল থেকে দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ারের মতো জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে চলেছে বলে মত আবহাওয়া দপ্তরের।

আগামীকালের আবহাওয়া 
আগামী চার থেকে পাঁচ দিন দক্ষিণবঙ্গের বিভিন্ন প্রান্তে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে। এক্ষেত্রে উপকূল এবং উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টিপাতের পরিমাণ সামান্য বেশি হতে পারে। ফলে বেশ কিছুটা স্বস্তি মিলবে মানুষের। একইসঙ্গে কয়েকটি জেলায় সামান্য ভারী বৃষ্টি হবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর।


Sayan Das

সম্পর্কিত খবর