বাংলা হান্ট ডেস্কঃ জুন (June) মাসের মাঝামাঝি সময়ে দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশ করলেও এখনো পর্যন্ত এর প্রভাবে প্রবল বৃষ্টিপাতে ভাসেনি দক্ষিণবঙ্গ। বিগত একমাস ধরে বৃষ্টিপাতের ঘাটতির কারণে অস্বস্তি ক্রমশ বেড়ে চলেছে মানুষের। এর মাঝে বিগত কয়েকদিনে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের কারণে মাটি ভিজলেও সম্পূর্ণরূপে স্বস্তি মেলেনি। তবে এর মাঝেই এবার আশার বাণী শুনিয়েছে আবহাওয়া দপ্তর। গতকাল থেকেই দক্ষিণবঙ্গের বিভিন্ন প্রান্তে ভারী বৃষ্টির সম্ভাবনা জাহির করা হয়েছে। আজ সেই বৃষ্টিপাতের পরিমাণ আরো বাড়বে বলে মনে করা হচ্ছে। অপরদিকে, উত্তরবঙ্গে (North Bengal) বৃষ্টিপাতের পরিমাণ তুলনামূলকভাবে কম হবে বলে জানা গিয়েছে।
আবহাওয়ার খবর
সর্বোচ্চ তাপমাত্রা : ২৯.৩° সেলসিয়াস
সর্বনিম্ন তাপমাত্রা : ২৪.৯° সেলসিয়াস
আর্দ্রতা : ৯০%
বাতাস : ১৫ কিমি/ঘন্টা
মেঘে ঢাকা : ৭০%
আজকের আবহাওয়া
বিগত কয়েকদিন ধরে দক্ষিণবঙ্গের বিভিন্ন প্রান্তে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হলেও সোমবার থেকে বৃষ্টির পরিমাণ বেশ খানিকটা বাড়তে চলেছে বলে সম্ভাবনা। এক্ষেত্রে আজ এবং আগামীকাল ভারী থেকে অতি ভারী বৃষ্টিতে ভিজতে চলেছে কয়েকটি জেলা। এছাড়া অন্যান্য জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে চলেছে। ফলে স্বাভাবিকভাবেই তাপমাত্রা নিয়ন্ত্রণে থাকবে। আজ কলকাতা, দুই ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুরের একাধিক প্রান্তে ভারী বৃষ্টিপাত হবে। আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৯ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আদ্রতার পরিমাণ /৯০%।
উত্তর ও দক্ষিণ বঙ্গের আবহাওয়া
অবশেষে দক্ষিণবঙ্গের জন্য সুখবর শুনিয়েছে আবহাওয়া দপ্তর। গতকাল থেকেই বেশ কিছু জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত শুরু হয়েছে। এদিন তার পরিমাণ আরো বৃদ্ধি পাবে বলে জানা গিয়েছে। সোম এবং মঙ্গল দুদিনই উত্তর ২৪ পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরের পাশাপাশি কলকাতাতেও ভারী বৃষ্টিপাত হতে চলেছে। এক্ষেত্রে অন্যান্য জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত চলবে। ফলে স্বাভাবিকভাবেই বিগত এক মাস ধরে বৃষ্টিপাতের যে ঘাটতি হয়ে চলেছে, তা কিছুটা অংশে পূরণ হবে বলে জানিয়েছে হাওয়া অফিস। তাপমাত্রাও বেশ নিয়ন্ত্রণে থাকার কারণে স্বস্তি মিলবে।
অপরদিকে, উত্তরবঙ্গে বিগত কয়েকদিন ধরে বৃষ্টিপাতের পরিমাণ হ্রাস পেয়েছে। জুন মাসের গোড়া থেকে প্রবল বৃষ্টিতে ভাসে উত্তরবঙ্গ। এক্ষেত্রে ধসের পাশাপাশি বন্যাএ সর্তকতা পর্যন্ত জারি করা হয়। তবে বর্তমানে বৃষ্টির পরিমাণ কমায় গুমোট ভাব বজায় রয়েছে। তবে মঙ্গলবারের পর থেকে দার্জিলিংজ কোচবিহার ও জলপাইগুড়ির বিভিন্ন প্রান্তে বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা বাড়বে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
আগামীকালের আবহাওয়া
আগামী কয়েকদিনে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের কারণে তাপমাত্রা নিয়ন্ত্রণে থাকবে। এক্ষেত্রে কলকাতার পাশাপাশি বিভিন্ন জেলাগুলি প্রবল বৃষ্টিতে ভাসতে চলেছে বলে খবর।