বাংলা হান্ট ডেস্কঃ অবশেষে দক্ষিণবঙ্গে বর্ষা এসে পৌঁছালেও এর প্রভাবে বৃষ্টির পরিমাণ এখনো পর্যন্ত পর্যাপ্ত নয়। আবহাওয়াবিদদের মতে, এবছর উত্তরে অধিক বৃষ্টি হওয়ার কারণে দক্ষিণবঙ্গে এর প্রভাব পড়বে কম। তবে আগামী বেশ কয়েকদিনে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সাক্ষী থাকবে শহরবাসী। অপরদিকে, উত্তরবঙ্গের পরিস্থিতির সামান্য উন্নতি হলেও আগামী দিনগুলিতে দুর্যোগ আরো ভয়ঙ্কর রূপ ধারণ করবে বলে মনে করা হচ্ছে। সব মিলিয়ে বর্ষার প্রভাবে বঙ্গে তাপমাত্রা নিয়ন্ত্রণে থাকবে বলেই মত হাওয়া অফিসের।
আবহাওয়ার খবর
সর্বোচ্চ তাপমাত্রা : ৩৩.০° সেলসিয়াস
সর্বনিম্ন তাপমাত্রা : ২৭.৩° সেলসিয়াস
আর্দ্রতা : ৮১%
বাতাস : ১৫ কিমি/ঘন্টা
মেঘে ঢাকা : ৮০%
আজকের আবহাওয়া
বিগত বেশ কয়েকদিন ধরেই দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু দক্ষিণবঙ্গের ওপর অবস্থান করার ফলে একাধিক প্রান্তে মাঝারি বৃষ্টিপাতের সাক্ষী থেকেছে মানুষ। কোথাও কোথাও আবার ভারী বৃষ্টিপাত হলেও তার স্থায়িত্ব ছিল খুবই কম। আজ কলকাতা সহ হাওড়া, হুগলি, মেদিনীপুর, দুই ২৪ পরগনা, বর্ধমান এবং পুরুলিয়ার বেশ কয়েকটি জায়গাতে ঝোড়ো হাওয়ার সাথে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে চলেছে। এর প্রভাবে আর্দ্রতাজনিত অস্বস্তি অনেকাংশে কেটে যাবে এবং তাপমাত্রা নিয়ন্ত্রণে থাকবে। আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৩ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আপেক্ষিক আদ্রতার পরিমাণ ৮১%।
উত্তর ও দক্ষিণ বঙ্গের আবহাওয়া
গত সপ্তাহের শেষ দিকে দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশ করলেও এখনো পর্যন্ত এর প্রভাবে ভারী বৃষ্টিপাতের সাক্ষী থাকেনি মানুষ। কোথাও কোথাও হালকা থেকে মাঝারি তো কোথাও আবার সামান্য ভারী বৃষ্টিপাত হয়েছে। একদিক থেকে দেখতে গেলে উত্তরবঙ্গে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হওয়ার কারণে দক্ষিণপ্রান্তে এই পরিস্থিতি বলে মত হাওয়া অফিসের। আগামী বেশ কয়েকদিনে একই রকম অবস্থা জারি থাকবে বলে জানা গিয়েছে। কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত নামলেও গোটা দক্ষিণবঙ্গ জুড়ে তা স্থায়ী হবে না।
অপরদিকে, জুন মাসের গোড়া থেকেই উত্তরবঙ্গে বর্ষার প্রভাবে প্রবল থেকে প্রবলতর বৃষ্টিপাত হয়ে চলেছে। এমনকি, বন্যার পাশাপাশি ধস নামতে পারে বলেও সর্তকতা জারি করে আলিপুর আবহাওয়া দপ্তর। এর মাঝেই বর্তমানে পরিস্থিতি সামান্য উন্নতি হলেও আগামী দিনগুলিতে দুর্যোগ আরো ভয়ঙ্কর চেহারা নেবে বলে সতর্কবার্তা জারি করেছে আবহাওয়াবিদরা।
আগামীকালের আবহাওয়া
আগামী চার থেকে পাঁচ দিনে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সাক্ষী থাকবে মানুষ। এর প্রভাবে তাপমাত্রা নিয়ন্ত্রণে থাকবে এবং আর্দ্রতাজনিত অস্বস্তির হাত থেকে রক্ষা পাবে সকলে। তবে দক্ষিণ প্রান্ত জুড়ে বর্ষার প্রভাব এবছর কম হবে বলেই জানিয়েছে হাওয়া অফিস।